২২ হাজার টাকা ডিসকাউন্ট, বছরের শেষে জলের দরে কিনুন OnePlus-এর এই দামদার ফোন
অফারটি জানার পূর্বে আমরা আপনাদের বলি, গত বছর OnePlus তাদের এই শক্তিশালী ফোনটি লঞ্চ করেছিল।
5G স্মার্টফোনের বাজার দখল করতে উঠে পড়ে লেগেছে জনপ্রিয় ফোন নির্মাণ কোম্পানি OnePlus। বিগত এক বছরে একাধিক দুর্দান্ত স্মার্ট ফোন লঞ্চ করেছে চীনা এই সংস্থাটি। ইতিমধ্যে ভারতের বাজারে Redmi, Vivo, Oppo সহ একাধিক ব্রান্ডকে পেছনে ফেলেছে OnePlus। আমরা আপনাদের জানিয়ে রাখি, বিগত এক বছরে জনপ্রিয় এই ফোন নির্মাণ কোম্পানিটি একাধিক সেগমেন্টের স্মার্ট ফোন লঞ্চ করেছে। যার মধ্যে উল্লেখযোগ্য ভাবে বাজার দখল করতে সক্ষম হয়েছে OnePlus 10 Pro 5G মডেলের ফোনটি। আজকের নিবন্ধে আমরা আপনাদের জন্য OnePlus 10 Pro 5G উপর একটি দুর্দান্ত অফার নিয়ে এসেছি। যেটি জানার পর আনন্দে লাফিয়ে উঠবেন আপনি।
তবে শক্তিশালী এই স্মার্টফোনের উপর দুর্দান্ত অফারটি জানার পূর্বে আমরা আপনাদের বলি, গত বছর OnePlus তাদের এই শক্তিশালী ফোনটি লঞ্চ করেছিল। প্রথমেই যদি বাজারের সেরা এই ফোনের ডিসপ্লে সম্পর্কে বলি, তবে এই ফোনে আপনি ৬.৭ ইঞ্চির ফ্লুইড অ্যামোলেড ডিসপ্লে দেখতে পাবেন। যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সমর্থন করতে সক্ষম। এছাড়া শক্তিশালী এই স্মার্টফোনে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১-এর চিপসেট। পাশাপাশি ব্যাটারি ব্যাকআপের জন্য ৫০০০ এমএএইচ ক্ষমতা সম্পন্ন পাওয়ারফুল ব্যাটারি ব্যবহার করা হয়েছে। যা ৮০ ওয়াট সুপারভোক (SuperVOOC) চার্জিং সাপোর্ট ও ৫০ ওয়াট এয়ারভোক (AirVOOC) ফাস্ট চার্জিং প্রযুক্তি সমর্থন করতে সক্ষম।
যদি বাজারের সেরা এই স্মার্টফোনের ক্যামেরার কথা বলি, সেক্ষেত্রে এর পেছনে ট্রিপল ক্যামেরা সেটআপ দেখতে পাবেন আপনি। ব্যাক ক্যামেরা হিসেবে এই ফোনে ব্যবহার করা হয়েছে ৪৮ মেগাপিক্সেল ওআইএস (OIS) সনি আইএমএক্স৭৮৯ (Sony IMX789) লেন্স, ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ৮ মেগাপিক্সেল টেলিফটো লেন্স। এছাড়া সেলফি তোলার জন্য ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরাও দেওয়া হয়েছে ফোনটিতে। যদি শক্তিশালী এই স্মার্টফোনের দামের কথা বলি, তবে লঞ্চের সময় এই স্মার্টফোনের দাম নির্ধারণ করা হয়েছিল ৬৬,৯৯৯ টাকা। যা অ্যামাজন ইন্ডিয়াতে ২২,০০০ টাকার কুপনের ওপর ডিসকাউন্ট দিয়ে ৪৪,৯৯৯ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া শক্তিশালী এই স্মার্টফোনটির ওপর ৩২,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস দিচ্ছে অ্যামাজন ইন্ডিয়া ।