Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

ঘরের মাঠে জামশেদপুরকে হারিয়ে শীর্ষস্থানে এটিকে

Updated :  Sunday, November 10, 2019 9:12 AM

সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে জামশেদপুর এফসি কে ৩-১ গোলে হারিয়ে চলতি মরসুমের তৃতীয় জয় টি তুলে নিলো অ্যাটলেটিকো দি কলকাতা। এই জয়ের ফলে ৯ অঙ্ক নিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষস্থান আরও মজবুত করল এটিকে। যুবভারতীতে আজ ছিল অ্যান্তোনিও লোপেজ হাবাস ও অ্যান্তোনিও ইরিন্দোর কৌশলগত লড়াই।

এটিকের অ্যাটাকে ডেভিড উইলিয়ামস ও রয় কৃষ্ণা জুটি আজ ম্যাচের প্রথম থেকেই ছিল একদম নিখুঁত। প্রথমার্ধে দুটি দলই অনেক সুযোগ তৈরি করলেও কোনো দলই গোলের মুখ দেখতে পায়নি। দ্বিতীয়ার্ধের ৫৭ ও ৭১ মিনিটে পেনাল্টি থেকে কলকাতার হয়ে গোল করেন রয় কৃষ্ণা। ৮৫ মিনিটে জামশেদপুরের সার্জিও ক্যাস্টেল পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমান। অতিরিক্ত সময়ের শেষ মিনিটে রয় কৃষ্ণার একটি নিখুঁত পাশ থেকে এডু গার্সিয়া দৃষ্টিনন্দন একটি গোল করে জামশেদপুরের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন।