টেক বার্তা

আর বহন করতে হবে না কার্ড, UPI স্ক্যান করে ATM থেকে মিলবে টাকা

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জাপানি একটি সংস্থার সাথে হাত মিলিয়ে নতুন এই প্রযুক্তির ওপর কাজ করছে।

Advertisement

মোদি সরকারের UPI পেমেন্টের বদৌলতে আজকের দিনে ভারতের বেশিরভাগ ট্রানজেকশন হচ্ছে অনলাইনে। সবজিওয়ালা থেকে শুরু করে মুদিখানা, সর্বত্রই নাগরিকরা করতে পারছেন ক্যাশলেস পেমেন্ট। বর্তমানে হাতে শুধুমাত্র একটি স্মার্ট ফোন থাকলেই সমস্ত ঝামেলার সমাপ্তি। বহন করতে হচ্ছে না এটিএম কার্ড কিংবা নগদ অর্থ। বারকোড স্ক্যান করে কয়েক পয়সা থেকে শুরু করে কয়েক হাজার টাকা পর্যন্ত লেনদেন করা যাচ্ছে মুহূর্তের মধ্যে।

তবে UPI পেমেন্টের বিপুল সুবিধাগুলোর মধ্যে কয়েকটি অসুবিধাও রয়েছে। সবার কাছে UPI পেমেন্টের সুবিধা না থাকার কারণে চাইলেও অনেকেই এই সুবিধা গ্রহণ করতে পারছেন না। বিশেষ করে গ্রামীণ অঞ্চলে এই সুবিধা নিতে পারছেন না শহরের মানুষেরা। অন্যদিকে, UPI পেমেন্ট আজ শহরের মানুষকে এমন ভাবে অভ্যস্ত করে তুলেছে যে, আজকের দিনে বেশিরভাগ মানুষ ক্যাশবিহীনভাবে বাড়ি থেকে বের হচ্ছেন।

আর তাতেই অনেকেই পড়ছেন বিরাট সমস্যায়। গ্রামীণ ক্ষেত্রে UPI পেমেন্ট অপশন না থাকার কারণে ব্যাংকে টাকা থাকার শর্তেও নিজের প্রয়োজন মেটাতে পারছেন না অনেকেই। তাই এবার এই বিশেষ অসুবিধার সমাধান করতে জাপানি একটি সংস্থার সাথে হাত মিলিয়েছে ভারতীয় রিজার্ভ ব্যাংক। এবার থেকে কাছে UPI পেমেন্টের সুবিধা থাকলেই কার্ড ছাড়া যে কোন এটিএম থেকে তুলতে পারবেন টাকা। অর্থাৎ আপনার সামনে থাকা ব্যক্তির কাছে ইউপিআই পেমেন্ট অপশন না থাকলেও মুহূর্তের মধ্যে এটিএম থেকে টাকা তুলে প্রয়োজন মেটাতে পারবেন আপনি।

উল্লেখ্য, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জাপানি একটি সংস্থার সাথে হাত মিলিয়ে নতুন এই প্রযুক্তির ওপর কাজ করছে। গত বছরের মাঝামাঝি সময় পরীক্ষামূলকভাবে চালু করা হয় এই প্রযুক্তি। যার সফলতাও মিলেছে উল্লেখযোগ্য ভাবে। বর্তমানে ভারতের প্রতিটি শহর এবং গ্রামে এই প্রযুক্তির সাথে মানুষকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে কাজ করছে আরবিআই। ভারতীয় রিজার্ভ ব্যাংকের তরফ থেকে জানানো হয়েছে, নতুন প্রযুক্তির এই মেশিনটি দেখতে হবে সম্পূর্ণ এটিএম মেশিনের মত। তবে তার ব্যবহার কৌশল হবে সম্পূর্ণ ভিন্ন।

কিভাবে কাজ করবে এই প্রযুক্তি?
১. এই মেশিন থেকে কত টাকা তুলবেন প্রথমে আপনাকে স্ক্রিন থেকে সেটি সিলেক্ট করে নিতে হবে।
২. এরপর স্মার্ট ফোনে থাকা ইউপিআই পেমেন্টের স্ক্যান থেকে মেশিনের ডিসপ্লেতে ভেসে ওঠা কিউআর কোড স্ক্যান করতে হবে।
৩. তৃতীয় ধাপ হিসেবে মোবাইলে UPI পিন প্রদান করতে হবে। যার পরবর্তীতে আপনার চাহিদা মত অর্থ বেরিয়ে আসবে নতুন প্রজুক্তির এই মেশিন থেকে।

Related Articles

Back to top button