ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Airtel ও Jio তুলে দেবে আনলিমিটেড ৫জি পরিষেবা, কবে থেকে আবার দামি হবে ইন্টারনেট?

এয়ারটেল এবং জিও যদি এই আনলিমিটেড ৫জি পরিষেবা তুলে দেয়, তাহলে কিন্তু ভারতের সাধারণ মানুষের জন্য বিষয়টা ভালো হবে না

Advertisement

ভারতের সবথেকে বড় দুটি টেলিকম অপারেটর সংস্থা এয়ারটেল এবং জিও তাদের কিছু কিছু রিচার্জ প্ল্যান এর সঙ্গে ফাইভ-জি ডেটা একেবারে বিনামূল্যে দিচ্ছে এই মুহূর্তে। তবে ইকোনমিক টাইমসের লেটেস্ট রিপোর্ট অনুযায়ী, খুব শীঘ্রই এই পুরো বিষয়টা শেষ হতে চলেছে। আর কিছুদিনের মধ্যেই আনলিমিটেড ৫জি ইন্টারনেট দেওয়া শেষ করতে চলেছে এই দুটি সংস্থা। জানা যাচ্ছে ২০২৪ সালের শেষের দিক থেকে বন্ধ হয়ে যাবে আনলিমিটেড ৫জি পরিষেবা। ২০২৪ সালের দ্বিতীয়ার্ধ থেকেই এই নিয়ে ভাবনা চিন্তা শুরু করতে পারে রিলায়েন্স এবং জিও। আর যদি নতুন 5g প্ল্যান আসে, তাহলে কিন্তু আপনার খরচ ফোরজি প্ল্যান থেকে অনেকটা বেড়ে যাবে। ফলে আপনাকে শুধুমাত্র মোবাইল চালানোর জন্য অনেক বেশি টাকা খরচ করতে হবে।

হিসেব অনুযায়ী, এখন এই দুটি কোম্পানি তাদের মনিটাইজেশন শুরু করার ভাবনা নিয়ে কাজ করছে এবং তারা তাদের ক্ষতিটাকে পূরণ করার চেষ্টা করতে চলেছে বলে জানা যাচ্ছে। return on capital employed অর্থাৎ RoCE প্রায় ২০ শতাংশ বৃদ্ধি করতে চলেছে এই কোম্পানিটি। অর্থাৎ সবদিক থেকে দেখতে গেলে, খুব শীঘ্রই এই পুরো চাপটা কিন্তু পড়বে গ্রাহকদের উপরেই। এর ফলে গ্রাহকদের অনেক দাম দিয়ে ৫জি ইন্টারনেট ব্যবহার করতে হবে। এই মুহূর্তে এই দুটি কোম্পানির কোনরকম ফাইভ-জি অফার নেই। শুধুমাত্র একটি প্যাক রয়েছে জিওর। তবে খুব একটা বেশি মানুষ সেই প্ল্যান রিচার্জ করে না। তবে যদি জিও এবং এয়ারটেল ৫জি নেটওয়ার্ক এর প্ল্যান নিয়ে আসে, তাহলে কিন্তু অনেক বেশি টাকা খরচ করতে হবে ভারতের সাধারণ মানুষকে।

যদি ফোরজি প্ল্যান অনুযায়ী হিসাব করা যায়, তাহলে প্রায় ৫০ থেকে ৬০% দাম বাড়বে প্লানের। ফোরজি প্লান এমনিতেই দামি হয়ে যাবে। তার থেকেও ৫০ থেকে ৬০ শতাংশ বেশি দাম হবে ফাইভ জি প্লানের। অর্থাৎ দেখতে গেলে ৫জি প্ল্যান এর দাম ফোরজি প্লানের প্রায় দ্বিগুণ হবে। অর্থাৎ আপনি এতদিন পর্যন্ত ২৮ দিনের জন্য যে ২৯৯ টাকা রিচার্জ করতেন, এটাই এখন আপনাকে ৫০০ টাকার কাছাকাছি করতে হবে যদি আপনি 5g রিচার্জ করতে চান।

উপরন্তু, যদি আপনি এয়ারটেল গ্রাহক হন তাহলে কিন্তু আরো বেশি খরচ বাড়বে আপনার। কারণ হিসেব অনুযায়ী এই মুহূর্তে এভারেজ রেভিনিউ পার ইউজার এয়ারটেলের ২০০ টাকা করে। কিন্তু airtel এই ARPU ২৫০ টাকা করতে চাইছে। অর্থাৎ তাদেরকে নিজেদের প্ল্যানের দাম বাড়াতে হবেই। তাই যদি আপনি এই দুটি টেলিকম অপারেটর কোম্পানির ফাইভ-জি অথবা ফোরজি ইন্টারনেট ব্যবহার করতে চান, তাহলে কিন্তু আপনাকে ভবিষ্যতে প্রতি মাসে প্রচুর টাকা খরচ করতে হবে। এখনো পর্যন্ত ভোডাফোন আইডিয়া VI এর তরফ থেকে ৫জি ইন্টারনেট চালু করার ব্যাপারে কোন ঘোষণা করা হয়নি। তবে খুব শীঘ্রই কয়েকটি সার্কেলে তারা ৫জি ইন্টারনেট চালু করবে। আর বিএসএনএল আদৌ আগামী দশ বছরে ফাইভ-জি ইন্টারনেট আনতে পারবে কিনা, সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে, কারণ এই কোম্পানিটি সবেমাত্র নিজেদের 4g ইন্টারনেট চালু করল। তাই আগামী কয়েক বছরের মধ্যে যে ফোন চালানো খুব একটা সহজ কাজ হবে না, এটা বলাই বাহুল্য

Related Articles

Back to top button