Mahindra Thar 5 Door: সমস্ত গাড়িকে টেক্কা দেবে মাহিন্দ্রার এই নতুন থার, জেনে নিন কবে লঞ্চ হবে
এই গাড়িটি ভারতের বাজারে বেশ জনপ্রিয়তা পেয়েছে
অফ রোড এসইউভি গাড়ির মধ্যে ভারতের বাজারে সবথেকে জনপ্রিয় গাড়ি হল মাহিন্দ্রা থার। মাহিন্দ্রা কোম্পানির এক্সইউভি এবং স্করপিওর মতো গাড়ি থাকলেও সবথেকে জনপ্রিয় গাড়ি কিন্তু মাহিন্দ্রা থার। এই গাড়ির নতুন ভেরিয়েন্ট এখন ভারতের বাজারে বেশ জনপ্রিয়তা পেয়েছে। সম্প্রতি ৫ দরজার বিশিষ্ট একটি নতুন অবতারে লঞ্চ হয়েছে নতুন মাহিন্দ্রা থার। মাহিন্দ্রা কোম্পানির এই নতুন মডেল এখন আগের মডেলের থেকেও বেশি জনপ্রিয়। চলুন তাহলে জেনে নেওয়া যাক এই গাড়ির ব্যাপারে কিছু বিশেষ বৈশিষ্ট্য।
৫ দরজা বিশিষ্ট মাহিন্দ্রা তার গাড়িতে বেশ আধুনিক কয়েকটি বৈশিষ্ট্য আপনাদের জন্য রয়েছে। এই গাড়ির ড্যাশবোর্ড বাদামি এবং কালো রঙে ডিজাইন করা হয়েছে। এই থিমের কারণে গাড়িটি দেখতেও বেশ সুন্দর লাগে ভিতর থেকে। এই গাড়িতে রয়েছে সার্কুলার এসিভেন্ট, ক্লাইমেট কন্ট্রোল সিস্টেম, এবং একটি দুর্দান্ত গ্র্যাব হ্যান্ডল। সবদিক থেকে দেখতে গেলে তিন দরজা বিশিষ্ট থার গাড়িটির থেকে অনেকটাই বড় ড্যাশবোর্ড রয়েছে এই পাঁচ দরজা বিশিষ্ট গাড়িটিতে।
এই গাড়িতে আপনারা পেয়ে যাবেন একটি ১০.২৫ ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম। এই গাড়িতে একেবারে নতুন ইউজার ইন্টারফেস রয়েছে, যা বিদ্যমান সিস্টেমের তুলনায় আরো মসৃণ এবং আরো বেশি প্রতিক্রিয়াশীল। মাহিন্দ্রা ইন্সট্রুমেন্ট ক্লাস্টারের বেশ কিছু পরিবর্তন আনতে পারে বলে জানা যাচ্ছে। এই গাড়িতে অফ রোড ক্ষমতা আরও বেশি থাকবে। এই গাড়িতে আপনারা পেয়ে যাবেন ইলেকট্রিক সানরুফ, অ্যাপেল কার প্লে এবং অ্যান্ড্রয়েড অটো সিস্টেম, হাইট অ্যাডজাস্টেভেল সিটবেল্ট এবং বিশাল বড় বুট স্পেস। প্রতিদিনে এই গাড়ি চালাতে আপনার কোন সমস্যা হবে না।
এই গাড়িতে রয়েছে একটি ১৩০ হর্সপাওয়ারের ২.২ লিটার ডিজেল ইঞ্জিন এবং একটি ১৫০ হর্সপাওয়ার ২ লিটার পেট্রোল ইঞ্জিন। এই গাড়িতে ৬ স্পিড ম্যানুয়াল এবং ৬ স্পিড অটোমেটিক ট্রান্সমিশন বিকল্প থাকবে। বৃহত্তর আকার এবং নতুন কিছু সরঞ্জামের কারণে মাহিন্দ্রা থারের এই নতুন মডেলটি তিন দরজা বিশিষ্ট মডেলের থেকে বেশি ব্যয়বহুল হবে। মোটামুটি ১৬ লক্ষ থেকে ২০ লক্ষ টাকার মধ্যে এর দাম হতে পারে। বর্তমানে থার তিন দরজার দাম শুরু হচ্ছে ১০.৯৮ লক্ষ টাকা থেকে। অন্যদিকে ডিজেল ৪WD ভেরিয়েন্টের দাম ১৬.৯৪ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে।