Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

ত্রাণ বিলিকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ালো তৃণমূল-বিজেপি

Updated :  Thursday, November 14, 2019 4:25 PM

অরূপ মাহাত: বুলবুলের প্রভাবে ক্ষতিগ্রস্ত এলাকার পরিদর্শনে বসিরহাটে গিয়ে বুধবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন ত্রাণ সামগ্রী বন্টনে দলাদলি বরদাস্ত করবেন না তিনি। কিন্তু তাঁর কথাকে আমল না দিয়ে সন্ধ্যার মধ্যে সংঘর্ষে জড়ালো তৃণমূল ও বিজেপি। উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জে এই সংঘর্ষে আহত হয়েছেন দুপক্ষের মোট ১০ জন। তাদের বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

সূত্রের খবর, বুধবার মুখ্যমন্ত্রীর ঘোষণার পর সন্ধ্যার দিকে কালিতলা গ্রাম পঞ্চায়েতের প্রধান তৃণমূলের দীপ্তি মন্ডলের বাড়িতে এসে ত্রাণ সামগ্রী বন্টনে সর্বদলীয় কমিটি গঠনের দাবি জানায় বিজেপির কর্মী সমর্থকরা। সেখান থেকে বেরিয়ে বিজেপি সমর্থকরা রাস্তায় এলে তৃণমূলের একটি মিছিলের মুখোমুখি হয় তারা।

বিজেপির অভিযোগ, মিছিল থেকে তৃণমূল দুষ্কৃতীরা তাদের কর্মীদের উপর হামলা চালায়। ফলে দুপক্ষের মধ্যে বচসা বাধে, শুরু হয় হাতাহাতি। আহন হন দুপক্ষের প্রায় ১০ জন। গন্ডগোলের খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসেন। পুলিশী তৎপরতায় দীর্ঘক্ষণ পর গন্ডগোল থামলে আহতদের হাসপাতালে ভর্তি করা হয়।