তড়িৎ ঘোষ : পরের আইপিএলে রাজস্থান রয়্যালসের জার্সিতে আর খেলতে দেখা যাবে না অজিঙ্কা রাহানেকে। তাকে এবার খেলতে দেখা যাবে দিল্লি ক্যাপিটালস এর জার্সিতে। দিল্লি তাদের দুই স্পিনার মায়াঙ্ক মারকন্ডে ও রাহুল তেওয়াতিয়া কে দিয়ে পরিবর্তে অজিঙ্কা রাহানেকে নিজেদের দলে নিচ্ছে।
আইপিএলে খেলা ১৪০ টি ম্যাচের মধ্যে রাজস্থান রয়্যালসের হয়ে ১০০ এর বেশি ম্যাচ খেলেন অজিঙ্কা রাহানে এবং ২৪ টি ম্যাচে অধিনায়কত্বও করেন। আগের বছর রাজস্থান রয়্যালস এর হয় ১৪ টি ম্যাচ খেলে একটি অপরাজিত ১০৫ রান সহ ৩৯৩ রান করেন রাহানে।
অপরদিকে মায়াঙ্ক মারকন্ডে কয়েকদিন আগেই পরিবর্তনের মাধ্যমে মুম্বাই ইন্ডিয়ান্স থেকে দিল্লি ক্যাপিটালসে আসেন। গত দুই মরশুমে মুম্বাইয়ের হয়ে তিনি ১৭ ম্যাচ খেলে ১৬ উইকেট নেন এবং তার ইকোনমিক রেট ৮.৫৪। অপর স্পিনার রাহুল তেওয়াতিয়া এখন পর্যন্ত ২০ টি আইপিএল ম্যাচ খেলে ৭.১৭ ইকোনমি রেট সহ ১৪ টি উইকেট নিয়েছেন।