প্রীতম দাস : কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরীকে রীতিমত হেনস্থার শিকার হতে হলো। কেন্দ্রর নির্দেশে বুলবুল আক্রান্ত অঞ্চল তথা সুন্দরবন , গোশাবা পরিদর্শনে গিয়ে সেখানে বিক্ষোভের মুখে পড়েন। ফেরিঘাটে তাদেরকে কালো পতাকা দেখানো হয়। শুধু তাই না , তাদের বেশ কিছু কর্মীকে ধাক্কা দিয়ে ঠেলে ফেলে দেওয়া হয়। এই ঘটনায় দেবশ্রী চৌধুরী সহ গোটা বিজেপি নেতৃত্ব তৃণমূল কংগ্রেসকে দায়ী করেছে। দেবশ্রী চৌধুরী বলেন , তৃণমূল সুপ্রিমো বলেছিলেন ত্রাণ নিয়ে কোনো রাজনীতি করা চলবে না কিন্তু বাস্তবে ঠিক তার উল্টো হচ্ছে। বুলবুল আক্রান্ত অঞ্চলে ত্রাণ সহ উদ্ধারকাজ সঠিকভাবে হচ্ছে না।
তাই সেটি আমাদের নজরে না আসে তার জন্য এই কাজ করেছে। আজ আমরা ত্রিপল সহ ত্রাণ সামগ্রী সাথে নিয়ে এসেও ফিরে যেতে হচ্ছে। বলাবাহুল্য আজ কেন্দ্রের তরফ থেকে প্রতিনিধি দল বুলবুল ক্ষতিগ্রস্ত অঞ্চল পরিদর্শনে আসছে। এর আগে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় ঝড় দ্বারা ক্ষতিগ্রস্ত অঞ্চল পরিদর্শনে গিয়ে বিক্ষোভে মুখে পড়েছিলেন আর আজ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী বিক্ষোভের মুখে পড়লেন। তার বক্তব্যে ক্ষোভের বিচ্ছুরণ প্রতিমুহূর্তে পরিলক্ষিত হয় ও তিনি তার সঙ্গীরা এই ধরনের ঘটনায় অত্যন্ত মর্মাহত ভাষাতে প্রকাশ করেন।
দেবশ্রী চৌধুরী এর গোষাবা সহ সুন্দরবন পরিদর্শন করার কথা ছিল কিন্তু দয়াঘাটে নামতেই তিনি ও তার কর্মীরা বিক্ষোভের মুখে পড়েন। প্রতিরোধ গড়তে গিয়ে তৃণমূল ও বিজেপির মধ্যে ধস্তাধস্তি শুরু হয় যায়। ধস্তাধস্তির সময় খালের জলে পরে যান কয়েক জন মহিলা। পরিস্থিতি সামলাতে পুলিশ লাঠিচার্জ করে। সবমিলিয়ে দয়াঘাটে এক উতপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। এই ঘটনায় দুজন বিজেপি কর্মীর আহত হবার কথা জানা গেছে।