8th Pay Commission: এখন অষ্টম বেতন কমিশন প্রযোজ্য হবে না, এভাবেই বাড়বে কর্মচারীদের বেতন
কেন্দ্রীয় সরকার প্রতি ১০ বছরে একবার বেতন কমিশন গঠন করে। যাতে কেন্দ্রীয় কর্মচারীদের বেতন কাঠামো পরিবর্তন করা যায়, তার জন্যই এই ব্যবস্থা। এ পর্যন্ত সরকারের পক্ষ থেকে সাতটি বেতন কমিশন গঠন করা হয়েছে। প্রথম কমিশন জারি করা হয় ১৯৪৬ সালের জানুয়ারি মাসে। একইভাবে ২০১৪ সালের ২৮ ফেব্রুয়ারি সপ্তম ফুট কমিশন গঠন করা হলেও এই কমিশনের সুপারিশ বাস্তবায়িত হয় ২০১৬ সালে। এদিকে কেন্দ্রীয় কর্মচারীরা এখন অষ্টম বেতন কমিশনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। কিন্তু সরকারের তরফে ইতিমধ্যেই স্পষ্ট করে দেওয়া হয়েছে, আপাতত অষ্টম বেতন কমিশন তৈরির কোনও প্রস্তাব নেই।
সম্প্রতি রাজ্যসভায় এক প্রশ্নের জবাবে অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরি জানান, অষ্টম বেতন কমিশন গঠনের কোনও প্রস্তাব সরকারের বিবেচনাধীন নেই। সরকার ইতিমধ্যেই বহুবার বলেছে, সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী কেন্দ্রীয় কর্মচারী ও পেনশনভোগীদের বেতনের জন্য আর একটি বেতন কমিশন গঠনের প্রয়োজন নেই। তবে বেতন ম্যাট্রিক্সের পর্যালোচনা ও সংশোধনের জন্য নতুন পদ্ধতিতে কাজ করা উচিত।
ডিএ ঘোষণা
সরকারি কর্মচারীদের ডিএ বছরে দু’বার বাড়ে৷ এবারও সরকার ডিএ ৪ শতাংশ বাড়াতে চলেছে৷ ফলে ডিএ বেড়ে দাঁড়াবে ৫০ শতাংশ৷ এর ফলে কর্মচারীরা হাজার হাজার টাকা উপকৃত হবেন, কিন্তু এর পাশাপাশি দেশের ৪৮.৬২ লক্ষ কেন্দ্রীয় কর্মচারী এবং ৬৭.৮৫ লক্ষ পেনশনভোগীও সরকারের কাছ থেকে অষ্টম বেতন কমিশন কার্যকর করার দাবি জানাচ্ছেন।