Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

অমিত শাহের কাছে রাজ্যপালের নামে নালিশ জানাল তৃণমূল

Updated :  Monday, November 18, 2019 3:06 PM

জগদীপ ধনকড় রাজ্যপালের আসন গ্রহণ করার পর থেকে নানান বিষয়কে কেন্দ্র করে মনোমালিন্যের সৃষ্টি হয়েছে। প্রায়শই নবান্ন ও রাজভবনের সংঘর্ষের খবর উঠে এসেছে। তবে এবারে সংসদের শীতকালীন অধিবেশন পর্যন্ত উঠতে চলেছে এই সংঘর্ষের প্রসঙ্গ। গতকাল তারই ইঙ্গিত দিলো তৃণমূল কংগ্রেস।

গতকাল, রবিবার সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হলে তাতে উপস্থিত ছিলেন তৃণমূল সংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। এদিন বৈঠকে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে রাজ্যপালের নিয়ে অভিযোগ তুলেন। বৈঠক শেষে সুদীপ বন্দ্যোপাধ্যায় সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে বলেন, “আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছি রাজ্যপালকে দিল্লীতে ডেকে তিনি যেনো তাকে সঠিক দিক নির্দেশ করেন। “এদিন তিনি জানান যে, রাজ্য সরকার এবং রাজ্যপালের মধ্যে কর্মসূচি নিয়ে কোনও সংঘাত নেই। তবে রাজ্যপাল রাজ্য পুলিশের পরিবর্তে কেন্দ্রীয় সিআরপিএফ এর সহযোগিতা নিচ্ছেন।

এদিন সুদীপ বন্দ্যোপাধ্যায় ছাড়াও ডেরেক ওব্রায়েন বলেন যে, রাজ্যপাল রাজ্য সরকারকে না জানিয়ে বহু কাজ করছেন, তিনি সহযোগীতা করতে ইচ্ছুক নন। এছাড়া তার কাজকর্ম যুক্তরাষ্ট্রীয় কাঠামোর সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।অন্যদিকে তৃণমূলের এই অভিযোগকে রাজ্যপাল সম্পূর্নভাবে অস্বীকার করেছেন।