Poco C61: দাম ১০ হাজাররেও কম, বাজেটের মধ্যে পেয়ে যান দুরন্ত পারফরমেন্স, দেখে নিন এই স্মার্টফোনের সমস্ত ফিচার
Poco এই মুহূর্তে ভারতের সবথেকে বড় বাজেট সেগমেন্টের কোম্পানি হয়ে উঠেছে
এই মুহূর্তে ভারতের বাজারে বাজেট সেগমেন্টে প্রতিদিন প্রচুর স্মার্ট ফোন লঞ্চ হচ্ছে। আজকের দিনে ভারতের এই মার্কেটে টিকে থাকতে গেলে ভালো স্মার্টফোন খুব কম দামে লঞ্চ করতে হবে যে কোন কোম্পানিকে। আর এই বিষয়টা খুব ভালো করেই জানে চীনের অন্যতম জনপ্রিয় স্মার্টফোন নির্মাতা কোম্পানি পোকো। এই কোম্পানিটি ভারতে একাধিক স্মার্টফোন লঞ্চ করেছে বাজেট সেগমেন্টে। এই সেগমেন্টের সব থেকে জনপ্রিয় কোম্পানিগুলির মধ্যে একটি হলো পোকো। সম্প্রতি পোকো কোম্পানিটি তাদের নতুন স্মার্টফোন Poco C 61 লঞ্চ করে দিয়েছে। খুব কম দামে দুর্দান্ত ফিচার পাবেন এই স্মার্টফোনে। চলুন তাহলে দেখে নেওয়া যাক এই স্মার্টফোনে আপনারা কি কি ফিচার পেতে চলেছেন।
Poco C 61 স্মার্টফোনে আপনারা পেয়ে যাবেন ৬.৭১ ইঞ্চি এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে যেখানে আপনারা ৯০Hz রিফ্রেশ রেট পেয়ে যাবেন। স্মার্ট ফোনে আপনারা পেয়ে যাবেন দুর্দান্ত একটি ইউজার এক্সপেরিয়েন্স। স্ক্রলিং করার জন্য এবং সোশ্যাল মিডিয়া চালানোর জন্য এই স্মার্টফোনে রয়েছে একাধিক বড় বড় ফিচার। এই স্মার্ট ফোনে আপনারা পেয়ে যাবেন করেন গোরিলা ক্লাস থ্রি প্রটেকশন যার ফলে কোনরকম স্ক্র্যাচ হবে না আপনার স্ক্রিনের উপরে। এর পাশাপাশি এই স্মার্টফোনে দেওয়া হয়েছে মিডিয়াটেক কোম্পানির হেলিও G 36 প্রসেসর। সাধারণত এন্ট্রি লেভেল স্মার্টফোনে আপনারা এই প্রসেসর দেখতে পেয়ে যান। এই স্মার্টফোনে ব্রাউজিং করার জন্য এবং সোশ্যাল মিডিয়া এপ্লিকেশন দেখার জন্য রয়েছে বেশ ভাল পারফরমেন্স ক্ষমতা। এই স্মার্ট ফোন আপনারা পেয়ে যাবেন দুটি RAM কনফিগারেশন – ৪ জিবি ও ৬ জিবি। এছাড়াও আপনারা পেয়ে যাবেন ৬৪ ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ। এই ফোনে আপনারা পেয়ে যাচ্ছেন অ্যান্ড্রয়েড ১৪ গো এডিশনের সাপোর্ট। ফলে কোনরকম অতিরিক্ত অ্যাপ আপনি পাবেন না এই স্মার্টফোনে।
ক্যামেরার ব্যাপারে বলতে গেলে এই স্মার্টফোনে আপনারা পেয়ে যাবেন একটি ৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা সেন্সর। এটি হলো এই স্মার্টফোনের প্রাইমারি ক্যামেরা। এছাড়াও আপনারা পেয়ে যাবেন একটি ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরা ভাল সেলফি তোলার জন্য। এই স্মার্ট ফোনে আপনারা পেয়ে যাবেন ৫,০০০ মিলি এম্পিয়ার ব্যাটারী। এছাড়াও এই স্মার্টফোনে রয়েছে ডুয়াল সিম ৪জি LTE কানেক্টিভিটি অপশন। এছাড়াও আপনারা পেয়ে যাবেন ওয়াই ফাই, ব্লুটুথ, gps এবং হেডফোন জ্যাক।
স্মার্টফোনের দাম শুরু হচ্ছে মাত্র ৬৯৯৯ টাকা থেকে। এই স্মার্টফোনটির ৪জিবি RAM ও ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ মডেলটির দাম রাখা হয়েছে ৬৯৯৯ টাকা। অন্যদিকে, ৬ জিবি RAM ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ মডেলটি আপনারা পেয়ে যাবেন ৭,৯৯৯ টাকায়। এতটা কম দামের মধ্যে এত ভালো স্পেসিফিকেশন আপনাকে হয়তো খুব কম স্মার্টফোনই অফার করবে আপনাকে।