তড়িৎ ঘোষ : আর মাত্র কয়েক ঘণ্টা পর ইতিহাসের পাতায় নাম লেখাতে চলেছে ইডেন গার্ডেন। দুপুর ১ টায় শুরু হচ্ছে গোলাপি বলে ভারতের প্রথম দিবা-রাত্রির টেস্ট ম্যাচ। আমন্ত্রিত অতিথিবৃন্দ ইডেনের উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছেন। সৌরভ গঙ্গোপাধ্যায় ও সিএবি কর্তৃপক্ষ একদম চূড়ান্ত মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত।
বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় পড়েছেন এক অভিনব ও মজাদার সমস্যায়। বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অত্যন্ত কাছের বন্ধু শচীন তেন্ডুলকার দু’জনকেই দমদম এয়ারপোর্টে স্বাগত জানিয়ে ইডেনে নিয়ে আসার কথা সৌরভ গঙ্গোপাধ্যায়ের। এবার দুজনে যদি একই সাথে আসেন তাহলে কোনো সমস্যা নেই, নাহলে কাকে কখন আনতে যাবেন সেই চিন্তায় রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
গতকাল বিসিসিআই কর্তৃপক্ষ একটি ভিডিও শেয়ার করেন। সেখানে দেখা যাচ্ছে সকল ভারতীয় খেলোয়াড়েরা গোলাপি বল হাতে দর্শকদের উদ্দেশ্যে বলছেন আমরা তো তৈরি গোলাপি বলে ম্যাচ খেলার জন্য আপনি তৈরি তো এই ম্যাচ দেখতে আসার জন্য। দর্শকরাও যে পুরোদমে তৈরি সে বিষয়ে আঁচ করতে পারা গিয়েছে আগেই। টিকিটের জন্য হাহাকার পড়ে গিয়েছে ময়দান জুড়ে। সবমিলিয়ে হাউসফুল ইডেন তৈরি মহারণের অপেক্ষায়।