ক্রিকেটখেলা

প্রথম ভারতীয় হিসেবে গোলাপি বলে টেস্টে শতরান কোহলির, ভাঙলেন গাভাস্কারের রেকর্ড

Advertisement

অরূপ মাহাত: গোলাপি বলে এই প্রথম দিন রাতের টেস্ট ম্যাচে এই প্রথম অংশ নিল ভারত। আর প্রথম ম্যাচেই ভারতীয় হিসেবে শতরান করলেন অধিনায়ক বিরাট কোহলি। একই সঙ্গে ভেঙে দিলেন সুনীল গাভাস্কারের দীর্ঘদিনের রেকর্ড। এদিন ব্যাট হাতে ১৯৪ বলে ১৩৬ রানের ইনিংস খেলে ভারতকে পৌঁছে দিলেন নিরাপদ স্থানে। ভারতের স্কোর যখন ৩০৮, ইবাদত হোসেনের বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান বিরাট।

প্রথম ভারতীয় হিসেবে শতরানের পাশাপাশি এদিন তিনি গড়লেন নতুন রেকর্ড। দেশের মাটিতে অধিনায়ক হিসেবে সুনীল গাভাস্কারের ৯ টি শতরানের রেকর্ড ভেঙে দিলেন তিনি। দেশের মাটিতে করলেন ১০তম শতরান। তবে বিরাট যেভাবে ব্যাট করছেন তাতে ক্রিকেটের কোন রেকর্ডই আর নিরাপদ নয়। প্রসঙ্গত, দেশের মাটিতে ৫ টি শতরান রয়েছে মহেন্দ্র সিং ধোনির।

চতুর্থ উইকেটে রাহানের সাথে জুটি বেঁধে ৯৯ রান যোগ করেন কোহলি। এদিন ৯ উইকেটে ৩৪৭ রানে ভারত তাদের প্রথম ইনিংসের ডিক্লেয়ার করে। বাংলার উইকেট-কিপার ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহা ১৭ রানে অপরাজিত থাকেন।

Related Articles

Back to top button