Maruti Suzuki Swift: ভারতে আসছে নতুন মারুতি সুজুকি সুইফট, মাত্র ১১,০০০ টাকায় করা যাবে বুকিং
Maruti suzuki তাদের সুইফট গাড়ির চতুর্থ ভার্সন নিয়ে আসছে শীঘ্রই
বহু বছর পর আবারো আসতে চলেছে মারুতি সুজুকি সুইফটের একটা নতুন মডেল। আগামী ৯ মে শোরুমে লঞ্চ হতে চলেছে এই নতুন গাড়ি এবং এই নতুন গাড়িটি নিয়ে ইতিমধ্যেই ভারতে উন্মাদনা রয়েছে সকলের মধ্যে। এমনিতেই মারুতি সুজুকি কোম্পানির সুইফট গাড়িটি বেশ জনপ্রিয়। তাই এই গাড়িটির নতুন প্রজন্ম নিয়ে সকলের মধ্যে একটা উন্মাদনা থাকবে সেটাই স্বাভাবিক। ইতিমধ্যেই এই গাড়িটি রান অফিসিয়াল বুকিং শুরু হয়ে গিয়েছে। ১১ হাজার টাকা দিয়ে টোকেন কিনে আপনারা এই গাড়ি বুক করতে পারছেন এখন। এই গাড়িতে মোটামুটি ৪টি ভ্যারিয়েন্ট আপনারা দেখতে পাবেন। এর মধ্যে রয়েছে Lxi, Vxi, Zxi এবং Zxi+। নীল সাদা সিলভার লাল কালো এবং কমলা রঙে এই গাড়ি লঞ্চ হতে পারে। এই গাড়ির সামনের দিকে থাকবে এলইডি হেডলাইট, থাকবে নতুন বাম্পার এবং গ্রিল ডিজাইন, এছাড়াও থাকবে এলইডি ডিআরএল, নতুন চাকা, ওয়াইপার, শার্ক ফিন এন্টেনা, এবং রয়েছে ওয়াসার। ফলে সবমিলিয়ে গাড়ির লুক একেবারে অন্যরকম হবে।
ইতিমধ্যেই জাপানের কোম্পানিটি এই গাড়িটির নতুন ডিজাইন তৈরি করে ফেলেছে পুরোপুরি ভাবে। এই গাড়িতে বড় টাচ স্ক্রিন ডিসপ্লে থাকবে। এছাড়াও থাকবে ভালো ইনফোটেইনমেন্ট সিস্টেম। থাকবে ওয়ারলেস চার্জিং এবং মিউজিক সিস্টেম। এই গাড়িতে সুরক্ষার বিষয়ে বেশ কিছু নতুন সিস্টেম যুক্ত করা হয়েছে। এই গাড়িতে দেওয়া হয়েছে ছয়টি এয়ার ব্যাগ, থাকছে টায়ার প্রেসার মনিটরিং সিস্টেম, অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম, ইলেকট্রনিক ব্রেক ডিস্ট্রিবিউশন। এছাড়াও, স্টেবিলিটি কন্ট্রোল এবং হিল হোল্ড কন্ট্রোলের মতো সেফটি ফিচার্স রাখতে চলেছে মারুতি সুজুকি। আশা করা হচ্ছিল, গাড়িতে অ্যাডভান্স ড্রাইভার অ্যাসিস্ট্যান্স সিস্টেম (ADAS) পাওয়া যাবে। তবে সূত্রের খবর, ভারতীয় সুইফটে সেই ফিচার পাওয়া যাবে না।
মারুতি সুইফট চতুর্থ প্রজন্মে নতুন Z সিরিজ ১.২ লিটার তিন সিলিন্ডার পেট্রল ইঞ্জিন থাকবে সঙ্গে মাইল্ড হাইব্রিড প্রযুক্তি। অর্থাৎ পেট্রল ইঞ্জিন ও ইলেকট্রিক মোটর দুই থাকবে গাড়িতে। এই চার চাকা বর্তমান মডেলের তুলনায় ৩.১ হর্সপাওয়ার বেশি শক্তি উত্পন্ন করতে পারে। পাশাপাশি এই ইঞ্জিন থেকে দূষণও কম হবে। মাইল্ড হাইব্রিড থাকায় গাড়ির মাইলেজ হতে পারে ২৩.৪ কিমি প্রতি লিটার থেকে ২৪.৫ কিমি প্রতি লিটার। খুব শীঘ্রই গাড়ির ইঞ্জিন সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রকাশ করতে চলেছে সংস্থা। আপাতত পাওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ মারুতি সুইফটের দাম হতে পারে ৬.৫০ লাখ থেকে ১০ লাখ টাকা।