টেক বার্তা

বিশাল ডিসকাউন্ট পাবেন Realme-এর এই স্মার্টফোনে, লঞ্চের আগে শুরু হয়ে গেল সেল

Realme P1 5G-এর জন্য একটি আকর্ষণীয় লঞ্চ অফার ঘোষণা করা হয়েছে

Advertisement

আজকালকার দিনে প্রত্যেকের কাছে স্মার্টফোন থাকাটা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। ভারতের বুকে একাধিক কোম্পানি প্রায় নিত্যদিন নতুন নতুন মডেলের স্মার্টফোন লঞ্চ করে থাকে। তবে বাজেট রেঞ্জে ভালো প্রোডাক্ট এর কথা বলতে গেলে অন্যতম জনপ্রিয় কোম্পানি হিসাবে সামনে আসে Realme। তাদের বাজেট রেঞ্জের ফোনগুলো সত্যিই মন জয় করে নিচ্ছে গ্রাহকদের। এছাড়াও তাদের প্রিমিয়াম ফোনগুলো টেক্কা দিচ্ছে আইফোনকেও। এবার Realme ভারতীয় বাজারে দুটি নতুন স্মার্টফোন লঞ্চ করার জন্য প্রস্তুত, Realme P1 এবং Realme P1 Pro। এই দুটি ফোনই 5G সাপোর্ট সহ আসবে। আজকের এই প্রতিবেদনে আমরা Realme P1 5G-এর লঞ্চ অফার এবং স্পেসিফিকেশন সম্পর্কে আলোচনা করবো।

Realme P1 5G-তে একটি ৬.৬৭ ইঞ্চি FHD+ AMOLED ডিসপ্লে থাকবে, যা ১২০Hz রিফ্রেশ রেট সমর্থন করবে। স্ক্রিনের সর্বোচ্চ উজ্জ্বলতা হবে ২০০০ Nits। এই স্ক্রিন TUV Rhineland সার্টিফিকেশন সহ আসবে। কোম্পানি বলেছে যে এটি তার বাজেটের প্রথম ফোন হবে, যাতে এই সমস্ত ডিসপ্লে বৈশিষ্ট্য পাওয়া যাবে। এর পাশাপাশি ফোনে রেইন ওয়াটার টাচ ফিচারও দিচ্ছে কোম্পানি। স্মার্টফোনটি MediaTek Dimensity 7050 প্রসেসরে কাজ করবে। হ্যান্ডসেট দুটি রঙের বিকল্পে আসবে – ফিনিক্স রেড এবং ফিনিক্স গ্রিন। ফোনে ৫০০০mAh ব্যাটারি এবং ৪৫W ফার্স্ট চার্জিং পেতে পারেন। ফোনটি IP54 রেটিং সহ আসবে। এটিতে একটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে।

Realme P1 5G-এর জন্য একটি আকর্ষণীয় লঞ্চ অফার ঘোষণা করা হয়েছে। আর্লি বার্ড সেল ১৫ এপ্রিল সন্ধ্যা ৬ টা থেকে রাত ৮ টা পর্যন্ত চলবে। এই অফারের অধীনে, গ্রাহকরা ফোনের সকল ভেরিয়েন্টে ২০০০ টাকা ছাড় পাবেন। Flipkart এবং Realme.com থেকে এই ফোন প্রথমে কিনতে পারবেন। Realme P1 5G একটি আকর্ষণীয় স্মার্টফোন যা দুর্দান্ত বৈশিষ্ট্য এবং লঞ্চ অফার সহ আসছে। 5G সাপোর্ট এবং আকর্ষণীয় ডিসপ্লে সহ, এটি বাজারে একটি জনপ্রিয় পছন্দ হতে পারে।

Related Articles

Back to top button