তড়িৎ ঘোষ : দিল্লির হয়ে সৈয়দ মুস্তাক আলী ট্রফির ম্যাচ খেলতে গিয়ে হাঁটুতে চোট পেলেন ভারতীয় ওপেনার শিখর ধাওয়ান। তার পরিবর্ত হিসেবে ওয়েস্ট ইন্ডিজ এর বিরুদ্ধে ৬ ই ডিসেম্বর হায়দ্রাবাদে শুরু হতে চলা তিন টি-টোয়েন্টি ম্যাচের জন্য পনেরো সদস্যের দলে এসেছেন সঞ্জু স্যামসন।
২১ শে নভেম্বর সুরাটে সৈয়দ মুস্তাক আলী ট্রফির দিল্লি বনাম মহারাষ্ট্র ম্যাচে রান নেওয়ার সময় ক্রিজে ফিরে আসার জন্য ড্রাইভ মারেন শিখর ধাওয়ান। তখন কাঠের একটি টুকরো বাম হাঁটুতে ঢুকে যাওয়ায় চোট পান শিখর ধাওয়ান। তাই ওয়েস্ট ইন্ডিজ এর বিরুদ্ধে আগামী টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেলেন তিনি। দুর্ভাগ্যবশত এই চোটের ফলে সঞ্জু স্যামসন এর কাছে আরও একবার ভারতীয় দলের দরজা খুলে গেল।
বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বিরাট কোহলিকে বিশ্রাম দেওয়ায় ভারতীয় দলে সুযোগ পেয়েছিলেন সঞ্জু স্যামসন কিন্তু একটিও ম্যাচ খেলার সুযোগ হয়নি তার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিরাট কোহলি আবার ফেরত আসায় দল থেকে বাদ পড়ে যান সঞ্জু। সঞ্জুর বাদ পড়া নিয়ে অখুশি হয়েছিলেন হরভজন সিং। হরভজন এই নিয়ে নির্বাচকদের বিরুদ্ধে সৌরভ গঙ্গোপাধ্যায়ের কাছে নালিশ করেন। সঞ্জু দলে সুযোগ পাওয়ায় এবার খুশি হবেন তিনি।