Airtel-এর বড় ধামাকা, ২৮ দিনের পরিবর্তে রিচার্জ করুন ৩৫ দিনের এই প্ল্যান
এয়ারটেল বর্তমানে গ্রাহকদের জন্য একটি নতুন প্ল্যান নিয়ে হাজির হয়েছে
রিলায়েন্স দেওয়ার পরে এই মুহূর্তে ভারতের দ্বিতীয় বৃহত্তম টেলিকম কোম্পানি হয়ে উঠেছে এয়ারটেল। এই এয়ারটেল কোম্পানির কাছে বর্তমানে ৩৮ কোটি গ্রাহক রয়েছেন। সস্তা প্ল্যান এবং চমৎকার পরিষেবার কারণে এয়ারটেল ব্যবহারকারীর সংখ্যা এখন ক্রমাগত হারে বাড়তে শুরু করেছে। এয়ারটেলের তালিকায় বেশকিছু রোমাঞ্চকর প্ল্যান এই মুহূর্তে রয়েছে। আজ আমরা আপনাকে এয়ারটেলে একটি বিশেষ প্ল্যান সম্পর্কে বলতে চলেছি, যা বৈধতার দিক থেকে সবথেকে লাভজনক পরিকল্পনা হতে চলেছে আপনার জন্য।
আমরা যখনই মাসিক প্ল্যান এর ব্যাপারে কথা বলি, আমাদের মাথায় আসে শুধুমাত্র ২৮ দিনের প্ল্যান এর কথা। সমস্ত টেলিকম কোম্পানি তাদের মাসিক প্ল্যান তালিকায় ২৮ দিনের বৈধতা বিশিষ্ট একটি প্ল্যান অন্তত রেখেছে। তবে এখন এয়ারটেল তাদের গ্রাহকদের জন্য, ২৮ অথবা ৩০ দিনের পরিবর্তে ৩৫ দিনের একটি প্ল্যান নিয়ে হাজির হয়েছে। এয়ারটেলের এই তালিকায়, ৩৫ দিনের এই প্ল্যান কিছুদিন আগেই যুক্ত হয়েছে এবং আপনি যদি একজন এয়ারটেল গ্রাহক হন তাহলে এই প্ল্যান আপনি গ্রহণ করতেই পারেন। আপনাদের জানিয়ে রাখি, এয়ারটেলের এই ৩৫ দিনের প্ল্যানের দাম রাখা হয়েছে মাত্র ৩২৯ টাকা। এয়ারটেল এই প্ল্যানে গ্রাহকদের ৩৫ দিনের দীর্ঘ মেয়াদ অফার করে।
আপনি এই প্ল্যান গ্রহণ করলে আনলিমিটেড ফ্রি কলিং করতে পারবেন। এছাড়াও এই প্ল্যানের সাথে গ্রাহকরা ৩০০ টি এসএমএস করতে পারবেন। তবে এটা কিন্তু এককালীন। অর্থাৎ ৩০০ টি এসএমএস আপনি ৩৫ দিনে করতে পারবেন। আপনার যদি ডেটা প্রয়োজন হয়, তাহলে এটা কিন্তু খুব একটা ভালো প্ল্যান হবে না আপনার জন্য। এর কারণ হলো এয়ারটেল এই প্ল্যানে শুধুমাত্র ৪ জিবি ইন্টারনেট ডেটা অফার করে থাকে। শুধুমাত্র যাদের কলিং করার জন্য প্ল্যান প্রয়োজন, তাদের জন্যই এটা ভালো। যাদের ইন্টারনেট দরকার, তারা এই প্ল্যান রিচার্জ করতে পারবেন না।