Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

গেইল, রাসেল ও নারিন কে ছাড়াই ভারত সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ দল

Updated :  Saturday, November 30, 2019 1:55 PM

ডিসেম্বরের ৬ তারিখ থেকে শুরু হতে চলেছে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ এর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এরপর ভারতের বিপক্ষে তিনটি একদিনের ম্যাচের সিরিজও খেলবে ওয়েস্ট ইন্ডিজ দল। সম্প্রতি এই দুই সিরিজের জন্য দল ঘোষণা করে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। সেখানে দেখা যাচ্ছে ক্রিস গেইল, আন্দ্রে রাসেল সুনীল নারিন এর মতো কয়েকজন অভিজ্ঞ ও নির্ভরযোগ্য খেলোয়াড় নেই।

ক্রিস গেইল কয়েকদিনের জন্য ক্রিকেট থেকে বিরতি নিয়েছেন। অপরদিকে আন্দ্রে রাসেল চোট পেয়েছেন। তাই তিনি দলের বাইরে হয়ে গিয়েছেন‌। বিরাট কোহলির ভারতকে এই দুজন বিধ্বংসী খেলোয়াড়কে মোকাবিলা করতে হবে না এই সিরিজে। এছাড়াও সুনীল নারিন এবং কার্লোস ব্রাথওয়েটও নেই ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি ও একদিনের দুটি দলেই।

টি-টোয়েন্টি দল: কায়রন পোলার্ড (অধিনায়ক), এভিন লুইস, লেন্ডল সিমন্স, শিমরন হেটমায়ার, ফ্যাবিয়েন অ্যালেন, জেসন হোল্ডার, শেল্ডন কটরেল, ব্রেন্ডন কিং, কিমো পল, ক্যারি পিয়ার, নিকোলাস পূরন, দীনেশ রামদিন, শের্ফানে রাদারফোর্ড, হেডেন ওয়ালশ জুনিয়র, কেসরিক উইলিয়ামস।