বিশ্বকাপ শুরুর আর মাত্র কয়েক দিন বাকি। এর পরিপ্রেক্ষিতে সব দলই তাদের প্রস্তুতি জোরদার করেছে। বিশ্বকাপের জন্য দলগুলো তাদের স্কোয়াড ঘোষণা করেছে। ৩০ এপ্রিল টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে টিম ইন্ডিয়া। টুর্নামেন্টে বিসিসিআই রোহিত শর্মার হাতে দলের অধিনায়কত্ব তুলে দিয়েছে।
একই সঙ্গে দলের সহ-অধিনায়ক করা হয়েছে হার্দিক পান্ডিয়াকে। এছাড়া দীর্ঘদিন পর দলে ফিরছেন ঋষভ পন্থ। ২০২২ সালের ডিসেম্বর মাসে গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছিলেন পন্থ। এরপর মাঠে তাকে সুস্থ করে তুলতে সময় লেগেছে প্রায় দেড় বছর। এবার এক নজরে দেখে নেওয়া যাক টি-টোয়েন্টি বিশ্বকাপে টিম ইন্ডিয়ার সূচি।
টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2024) ভারতের ম্যাচ:-
- ৫ জুন – ভারত বনাম আয়ারল্যান্ড, নিউ ইয়র্ক
- ৯ জুন – ভারত বনাম পাকিস্তান (নিউ ইয়র্ক)
- ১২ জুন – ভারত বনাম মার্কিন যুক্তরাষ্ট্র
- ১৫ জুন – ভারত বনাম কানাডা (ফ্লোরিডা)
📍 New York
Bright weather ☀️, good vibes 🤗 and some foot volley ⚽️
Soham Desai, Strength & Conditioning Coach gives a glimpse of #TeamIndia‘s light running session 👌👌#T20WorldCup pic.twitter.com/QXWldwL3qu
— BCCI (@BCCI) May 29, 2024
বিশ্বকাপের জন্য টিম ইন্ডিয়ার স্কোয়াড
রোহিত শর্মা (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, আর্শদীপ সিং, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ।
রিজার্ভ প্লেয়ার: শুভমান গিল, রিঙ্কু সিং, খলিল আহমেদ ও আবেশ খান।