Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Vi Recharge: জিও-এয়ারটেলকে বড় চ্যালেঞ্জ, গ্রাহক টানতে ১৩০ জিবি ডেটা ফ্রি দিচ্ছে Vi

গ্রাহকদের প্রসন্ন করতে এবার নতুন লাভজনক অফার নিয়ে এল ভোডাফোন আইডিয়া (Vi)। দেশের প্রথম সারির এই টেলিকম সংস্থাটি দীর্ঘদিন ধরে গ্রাহকদের জন্য সাশ্রয়ী মূল্যে ভালো কলিং এবং ইন্টারনেট পরিষেবা দিয়ে…

Avatar

By

গ্রাহকদের প্রসন্ন করতে এবার নতুন লাভজনক অফার নিয়ে এল ভোডাফোন আইডিয়া (Vi)। দেশের প্রথম সারির এই টেলিকম সংস্থাটি দীর্ঘদিন ধরে গ্রাহকদের জন্য সাশ্রয়ী মূল্যে ভালো কলিং এবং ইন্টারনেট পরিষেবা দিয়ে আসছে। বর্তমানে যুগের সঙ্গে তাল মিলিয়ে ইন্টারনেটের চাহিদা বাড়ায় রিচার্জ প্ল্যানেও নানান সুবিধা এনেছে Vi। এবার Vi গ্যারান্টি অফারের মধ্যে ১৩০ জিবি ডেটা বিনামূল্যে দিতে চলেছে এই সংস্থা।

প্রিপেড গ্রাহকদের জন্য এই বিশেষ রিচার্জ প্ল্যান চালু করেছে ভোডাফোন আইডিয়া। সমস্ত ৪জি এবং ৫জি স্মার্টফোনেই করা যাবে এই রিচার্জ। চলতি রিচার্জ প্ল্যানে দৈনন্দিনের ডেটা শেষ হয়ে গেলে এই প্ল্যানটির সুবিধা নিতে পারবেন গ্রাহকরা। ডেইলি ডেটা শেষ হয়ে যাওয়ার পর ১২১১৯৯ নম্বরে ফোন করে কিংবা *১৯৯*১৯৯# ডায়াল করে এই প্ল্যানের সুবিধা নেওয়া যাবে। এই প্ল্যানে ২৮ দিনে ১০ জিবি ডেটা বিনামূল্যে পাওয়া যাবে। অর্থাৎ ১৩ বারে মোট ১৩০ জিবি ডেটা পাওয়া যাবে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

যেসব গ্রাহকরা কমপক্ষে ২৩৯ টাকার রিচার্জ করান তারাই এই প্ল্যানের সুবিধা পাবেন। এছাড়াও ২৬৯, ২৯৯, ৩১৯, ৩৫৯, ৩৬৮, ৩৬৯, ৩৯৯, ৪০৯, ৪৪৯, ৪৭৫, ৪৮৯, ৪৯৯, ৫৩৯, ৫৯৯, ৬০১, ৬৬৬, ৬৯৯, ৭১৯, ৮৩৯, ৯০১, ৯০২, ৯০৩, ১০৬৬, ১৪৪৯, ২৮৯৯, ৩০৯৯, ৩১৯৯ টাকার রিচার্জেও পাওয়া যাবে এই অফার। পাশাপাশি উইকেন্ড ডেটা রোলওভার এবং রাতে ফ্রি ডেটাও পাওয়া যাবে।

বর্তমানে ইন্টারনেট মানুষের জীবনের সঙ্গে জড়িয়ে গিয়েছে । ছোট বড় সব কাজেই প্রয়োজন হচ্ছে স্মার্ট ফোনের। দিনের পর দিন যে হারে প্রযুক্তির উপরে নির্ভরতা বাড়ছে ততই ফুলেফেঁপে উঠছে বিভিন্ন টেলিকম সংস্থাগুলো। কোন সংস্থা কত গ্রাহক টানতে পারে তা নিয়ে চলছে রেষারেষি। ভোডাফোন আইডিয়ার এই অফারে অন্যান্য সংস্থাগুলি যে বেশ প্রতিযোগিতার মুখে পড়বে তা বলাই বাহুল্য।

About Author