টেক বার্তা

ভারতের বাজারে স্মার্ট টিভি আনতে চলেছে নোকিয়া

Advertisement

ই-কমার্স জায়ান্ট ফ্লিপকার্ট এর সাথে গাঁটছড়া বেঁধে ভারতের বাজারে স্মার্ট টিভি আনতে চলেছে নোকিয়া। ঘোষণা অনুযায়ী ডিসেম্বরের ৫ তারিখ থেকে ক্রেতারা অনলাইন শপিং সংস্থা ফ্লিপকার্ট থেকে নোকিয়ার স্মার্ট টিভি ক্রয় করতে পারবেন। শুধুমাত্র এর অর্থ এবং নোকিয়া-ব্র্যান্ডিং বাদে, তৈরি করা থেকে শুরু করে সারাদেশে বিতরণসহ যাবতীয় কার্যকলাপ ফ্লিপকার্ট দ্বারা পরিচালিত হবে।

সাম্প্রতিক নোকিয়া স্মার্ট টিভির একটি ফাঁস হওয়া চিত্র ইন্টারনেটে ছড়িয়ে পড়তে দেখা যায়। এছাড়াও টিভিটি ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস ব্যুরো তে দেখা যায়। এটিতে একটি 55 ইঞ্চি 4K ইউএইচডি প্যানেলের পাশাপাশি একটি 55CAUHDN মডেল থাকছে। স্মার্ট টিভি টিতে রয়েছে অত্যন্ত আধুনিক প্রযুক্তির ডলবি সাউন্ড এবং ডিটিএস ট্রু-সাউন্ড সম্বলিত ফ্রন্ট স্পিকার থাকছে।

ফ্লিপকার্ট নোকিয়ার এই স্মার্ট টিভি বিক্রয়ের জন্য দুই ও তিন স্তরীয় শহর গুলির দর্শকদেরকে লক্ষ্যমাত্রা হিসেবে স্থির করেছে। পরের সপ্তাহেই টিভি টি লঞ্চ করতে চলেছে ভারতের বাজারে তখন এর সম্বন্ধে আরও বিস্তারিতভাবে গ্রাহকরা জানতে পারবেন।

Related Articles

Back to top button