বৈষ্ণোদেবী মন্দিরে যাঁরা বেড়াতে যান, তাঁদের জন্য রয়েছে দারুণ খবর। ভারতীয় রেলওয়ে তীর্থযাত্রীদের জন্য দিল্লি ও কাটরার মধ্যে আরও একটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালু করার প্রস্তুতি নিচ্ছে। রেলের এক আধিকারিককে উদ্ধৃত করে এক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ঘণ্টায় ২০০ কিলোমিটার বেগে ছুটতে পারবে এই ট্রেন। এ অবস্থায় দুই স্টেশনের মধ্যে যাতায়াতের সময় ৪ ঘণ্টা কমে যাবে।
কাটরা যেতে প্রায় ১২ ঘণ্টা সময় লাগে
বর্তমানে সুপারফাস্ট ট্রেনে দিল্লি থেকে কাটরা যেতে প্রায় ১২ ঘণ্টা সময় লাগে। রেলওয়ের এই কর্মকর্তা জানান, এই রুটে বিপুল সংখ্যক যাত্রী যাতায়াত করেন। সেই কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈষ্ণোদেবী মন্দিরের কারণে এখানে প্রচুর মানুষ আসেন।
নতুন বন্দে ভারত ৮ ঘণ্টার মধ্যে দূরত্ব অতিক্রম করবে
জানা গিয়েছে, দিল্লি-বারাণসী রুটে প্রথম বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালু হয়। এটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করেছিলেন এবং এটি সপ্তাহে ৫ দিন চলে। তারপর থেকেই বন্দে ভারত ট্রেনের নেটওয়ার্ক সারা দেশে ছড়িয়ে দেওয়া হচ্ছে। নয়াদিল্লি-কাটরা রুটে চলা উচ্চগতির নতুন বন্দে ভারত ৮ ঘণ্টার মধ্যে দূরত্ব অতিক্রম করবে। সূত্রের খবর, আগামী মাস থেকে এই রুটে নতুন ট্রেন যাতায়াত শুরু হতে পারে।
বলা হচ্ছে, প্রাথমিকভাবে সপ্তাহে মাত্র তিন দিন (সোম, বৃহস্পতি ও শনিবার) এই ট্রেন চলবে। যদি আমরা সময়ের কথা বলি, নতুন বন্দে ভারত এক্সপ্রেস সকাল ৬ টায় দিল্লি থেকে ছেড়ে দুপুর ২ টায় কাটরা পৌঁছাবে। ফিরতি যাত্রায় এই নতুন বন্দে ভারত এক্সপ্রেস কাটরা থেকে বিকেল ৩টেয় ছেড়ে দিল্লি পৌঁছবে রাত ১১টায়। বর্তমানে দিল্লি-কাটরা রুটে ট্রেনটি সর্বোচ্চ ১৩০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে চলবে। নতুন বন্দে ভারত ট্রেনটি দিল্লি থেকে কাটরা যাওয়ার পথে আম্বালা, লুধিয়ানা এবং জম্মু তাওয়াইতে থামবে।