নতুন অবতারে লঞ্চ হল Ather 450 Apex, ফিচার এবং দাম দেখুন
এই নতুন ইলেকট্রিক স্কুটার এখন ভারতের বাজারে দারুণ জনপ্রিয়তা পেতে শুরু করেছে
ভারতের বাজারে এখন ইলেকট্রিক স্কুটারের একটা ব্যাপক জনপ্রিয়তা তৈরি হয়েছে এবং এই মার্কেটের সবথেকে জনপ্রিয় কোম্পানি হয়ে উঠেছে Ather Energy। সম্প্রতি এই কোম্পানিটি একটি নতুন ইলেকট্রিক স্কুটার লঞ্চ করেছে যার নাম দেওয়া হয়েছে Ather 450 Apex। এটি হলো কোম্পানির সবথেকে দামি স্কুটার এবং এই ইলেকট্রিক স্কুটারের রেঞ্জ এবং ফিচার সবই কিন্তু দুর্দান্ত। এই ইলেকট্রিক স্কুটার আপনাকে ১৫৭ কিলোমিটারের রেঞ্জ দিতে পারবে একবার চার্জে। আপনি যদি এই বাজেটের মধ্যে একটি ভাল ইলেকট্রিক স্কুটার খুঁজতে চান তাহলে এটা আপনার জন্য সবথেকে ভালো অপশন হতে চলেছে।
জেনে নিন আধুনিক ফিচার
Ather 450 Apex এর বৈশিষ্ট্যের ব্যাপারে কথা বললে এখানে আপনারা পেয়ে যাবেন ম্যাজিক টুইস্ট নামের একটি বিশেষ ব্রেকিং সিস্টেম। এছাড়াও আপনারা পেয়ে যাবেন ডিস্ক ব্রেক, টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক, এবং মোটোশক রিয়ার সাস্পেনশন। এই ইলেক্ট্রি স্কুটারে আপনাদের জন্য রয়েছে সামনের দিকে ১২ ইঞ্চির চাকা এবং তার সাথেই থাকবে একটি সাত ইঞ্চি টিএফটি টাচ স্ক্রিন ডিসপ্লে। এই বিশেষ ইলেকট্রিক স্কুটারে আপনারা পেয়ে যাবেন গুগল ম্যাপ নেভিগেশন এবং তার সাথেই পেয়ে যাবেন স্মার্ট ফোন কানেক্টিভিটি। তার সাথেই রয়েছে পার্ক অ্যাসিস্ট্যান্ট ফিচার। অটো হোল্ড, এলইডি লাইটিং সিস্টেম এবং অটো ইন্ডিকেটর কাট অফ সহ বেশ কিছু ফিচার এই ইলেকট্রিক স্কুটারে আপনারা পেয়ে যাবেন। এই স্কুটারে রয়েছে ২২ লিটারের আন্ডার সিট স্টোরেজ, যা এই মার্কেটে সব থেকে বেশি। এই ইলেকট্রিক স্কুটার এর লুক এবং ফিচার সবকিছুই দুর্দান্ত।
ইঞ্জিন ক্ষমতা এবং দাম
Ather 450 Apex ইলেকট্রিক স্কুটারে আপনারা পেয়ে যাবেন একটি সাত কিলোওয়াট এর PMSM মোটর। এই মোটর সর্বোচ্চ ২৬ নিউটন মিটার টর্ক তৈরি করতে পারে এবং তার সাথেই পেয়ে যাবেন ১১০ কিলোমিটারের সর্বোচ্চ স্পিড। এই ইলেকট্রিক স্কুটারে আপনারা পেয়ে যাবেন একটি ৩.৭ কিলোওয়াট ঘন্টা ক্ষমতার লিথিয়াম আয়ন ব্যাটারি। একবার চার্জ দিলে এই ইলেকট্রিক স্কুটার আপনাকে ১৫৭ কিলোমিটারের রেঞ্জ দিয়ে দেবে। ব্যাঙ্গালোর এক্স শোরুমে এই ইলেকট্রিক স্কুটার এর দাম রাখা হয়েছে মাত্র ১ লক্ষ ৮৯ হাজার টাকা। তাই যদি আপনার এই দামের মধ্যে কোন ইলেকট্রিক স্কুটার প্রয়োজন হয় তাহলে এটা আপনার জন্য সেরা অপশন হতে চলেছে।