আরও একবার ভোগান্তির মুখে পড়তে পারেন রেল যাত্রীরা। এবার হাওড়া ডিভিশনে শুরু হতে চলেছে কাজ। যে কারণে ব্যান্ডেল কাটোয়া শাখায় রেল পরিষেবা সাময়িক ব্যহত হবে বলে আশঙ্কা করা হচ্ছে। আগামী ১৫ জুলাই থেকে ৭ অগস্ট পর্যন্ত রক্ষণাবেক্ষণের কাজ চলবে বলে জানা গিয়েছে।
১৫ জুলাই থেকে ৭ অগস্ট
কিছু দিন আগে শিয়ালদা শাখায় ট্রেন পরিষেবা ব্যহত হয়েছিল। কয়েক দিন ভোগান্তির শিকার হয়েছিলেন যাত্রীরা। লোকাল ট্রেনের পাশাপাশি দূরপাল্লার ট্রেনের টাইমেও প্রভাব পড়েছিল। ১৫ জুলাই থেকে ৭ অগস্ট পর্যন্ত রক্ষণাবেক্ষণের কাজ হবে হাওড়া শাখার ব্যান্ডেল কাটোয়া লাইনে। তবে টানা এই কাজ চলবে না বলেও জানা গিয়েছে। কয়েকটি দিনেই পরিষেবা বিঘ্নিত হবে বলে রেলের পক্ষ থেকে জানানো হয়েছে।
নিরাপত্তার কথা মাথায় রেখেই এই কাজ
পূর্ব রেলের তরফে একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিয়মিত রক্ষণাবেক্ষণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিরাপত্তার কথা মাথায় রেখেই এই কাজ করা হবে। রেলওয়ে সিস্টেমের সুরক্ষার জন্য রেললাইন পরীক্ষা ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য এই সময়কাল নির্ধারিত করা হয়েছে। অর্থাৎ, সাময়িকভাবে যাত্রীদের অসুবিধা হলেও আগামী দিনে যাতে নিরাপত্তাজনিত কোনও সমস্যা না হয় সে জন্য রেল কর্তৃপক্ষ এই ব্যবস্থা গ্রহণ করছে।
কোন কোন দিন ব্যহত হতে পারে ট্রেন পরিষেবা?
- পাটুলি-নবদ্বীপ ধাম ডাউন লাইন: ১৫, ১৭, ২০, ২২, ২৪ জুলাই, সকাল ১১টা ২০ মিনিট থেকে দুপুর ৩টে ২০ মিনিট পর্যন্ত প্রভাবিত হবে রেল পরিষেবা।
- পাটুলি-নবদ্বীপ ধাম আপ লাইন: ১৫, ১৭, ২০ জুলাই, দুপুর সাড়ে ১২টা থেকে ২.৩ মিনিট পর্যন্ত প্রভাবিত হবে রেল পরিষেবা।
- দাঁইহাট-পূর্বস্থলীর মধ্যে ডাউন লাইন: ২৭, ২৯, ৩১ জুলাই এবং ৩, ৫ এবং ৭ অগস্ট, দুপুরের দিকে চার ঘণ্টা প্রভাবিত হবে রেল পরিষেবা।
- দাঁইহাট-পূর্বস্থলীর মধ্যে আপ লাইন: ৩১ জুলাই, ৩ অগস্ট, দুপুরের দিকে চার ঘণ্টা প্রভাবিত হবে রেল পরিষেবা।
- জোড়া ব্যান্ডেল-কাটোয়া লোকাল: ১৫, ১৭, ২০, ২২, ২৪, ২৭, ২৯, ৩১ জুলাই, ৩, ৫ এবং ৭ অগস্ট প্রভাবিত হবে রেল পরিষেবা।
- এছাড়াও প্রভাবিত হতে পারে ওই লাইনে চলাচল করা একাধিক ট্রেন রুট।