ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যে তিন ম্যাচের একদিনের সিরিজের প্রথম ম্যাচে চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে টসে জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠায় ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক কাইরন পোলার্ড। টসের সময় ভারত অধিনায়ক বিরাট কোহলি জানান তিনিও প্রথমে ব্যাট করতে চেয়েছিলেন তাই টস হেরে কোন ক্ষতিই হয়নি ভারতের।
শুরুতেই কে এল রাহুল ও বিরাট কোহলির উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত। রোহিত শর্মা শ্রেয়স আইয়ারের সাথে ৫৫ রানের পার্টনারশিপ করার পর ব্যক্তিগত ৩৬ রানে আলজারি জোসেফ এর বলে কাইরন পোলার্ড এর হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন। এরপর রিষভ পন্থের এর সঙ্গে জুটি বেঁধে ১১৪ রান যোগ করে ভারতকে সম্মানজনক জায়গায় পৌঁছে দেন শ্রেয়স। তিনি ৭০ রান করে আউট হন।
আরও পড়ুন : শেষ মিনিটের গোলে জিতে লিগ শীর্ষে ইস্টবেঙ্গল
একদিনের ক্রিকেটে রিষভ পন্থ এদিন ক্যারিয়ারের প্রথম অর্ধশতরান টি করেন। ৭ টি চার ও একটি ছয়ের সাহায্যে ৬৯ বলে ৭১ রান করে আউট হন রিষভ। নির্ধারিত ৫০ ওভারে ভারত ৮ উইকেট হারিয়ে ২৮৭ রান তুলেতে সক্ষম হয় অর্থাৎ ওয়েস্ট ইন্ডিজ কে প্রথম একদিনের ম্যাচ জিততে হলে করতে হবে ২৮৮ রান।














Spice Girls Reunite to Celebrate Emma Bunton’s 50th Birthday in the English Countryside