রাজ্য

Weather forecast: ফের নিম্নচাপের ভ্রুকুটি দক্ষিণবঙ্গে, এখনই কমছে না তাপমাত্রা, তুমুল বৃষ্টি এইসব জেলায়

দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় একেবারে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে

Advertisement

আরো একবার নিম্নচাপের ঘনঘটা বঙ্গোপসাগরে। এই নিম্ন চাপের কারণে জলীয় বাষ্প ব্যাপক হারে ঢুকতে শুরু করেছে পশ্চিমবঙ্গে। এই মুহূর্তে একেবারে ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও উত্তরবঙ্গের দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সামান্য বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের বেশ কিছু উপকূল এলাকায়। মেঘলা আকাশ দক্ষিণের কিছু জেলায় থাকতে পারে তবে বাকি রাজ্যে তেমন কিছু বৃষ্টির সম্ভাবনা নেই। দিন এবং রাতের তাপমাত্রা পতনের সম্ভাবনা ভীষণ কম। তবে উল্লেখযোগ্য পারদ পতনের সম্ভাবনা এই মুহূর্তে নেই। বর্তমানে যে রকম পরিবেশ চলছে, সেরকম পরিবেশ আরো চলবে কয়েকদিন। উত্তর বাংলাদেশ এবং দক্ষিণ পূর্ব আরব সাগরে ইতিমধ্যে একটা ঘূর্ণাবর্ত্য তৈরি হয়েছে। দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত আজ নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই নিম্ন চাপের কারণে শ্রীলংকা অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু উপকূলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একটি অক্ষরেখা রয়েছে যেটি দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত থেকে তামিলনাড়ু পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এই ঘূর্ণাবর্তের কারণে, মৎস্যজীবীদের জন্য জারি করা হয়েছে নির্দেশিকা। ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরি হয়েছে দক্ষিণ বঙ্গোপসাগরে এবং এর কারণে উত্তর মধ্যে এবং দক্ষিণ বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে। আগামী কয়েক দিন বঙ্গোপসাগর উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে। ৩৫ থেকে ৫৫ কিলোমিটার পর্যন্ত প্রতি ঘন্টায় ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। আজ ভোর থেকেই উত্তর তামিলনাড়ু এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলে হালকা বৃষ্টি শুরু হয়েছে

তবে, পশ্চিমবঙ্গের আবহাওয়া তেমন একটা খারাপ এই মুহূর্তে নয়। পশ্চিমাঞ্চল এবং বেশিরভাগ জেলায় মূলত পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। বেলার দিকে কখনো আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা থাকছে বটে। তবে আগামী চার থেকে পাঁচ দিন তাপমাত্রা পরিবর্তনের বিশেষ কোনো সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী ৪/৫ দিন তাপমাত্রা পরিবর্তনের কোন সম্ভাবনা নেই। জলীয় বাষ্পের পরিমাণ সামান্য বাড়লেও, তাতে বিশেষ কোনো অসুবিধা হবে না। বাতাসে জলীয় বাষ্প বেড়ে যাওয়ার কারণে সকালের দিকে কিছু কিছু এলাকায় কুয়াশা বা ধোঁয়াশার পরিস্থিতি সৃষ্টি হতে পারে। উপকূলের কয়েকটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনার কিছু অংশ এবং পূর্ব মেদিনীপুরের কিছু অংশে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী রবিবার থেকে পুরোপুরি শুষ্ক আবহাওয়া থাকতে চলেছে উত্তরবঙ্গে। আগামী ৪ থেকে ৫ দিন উত্তরবঙ্গে আবহাওয়ার কোন পরিবর্তন হবে না বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের উপরের তিনটি জেলায় আজ বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

Related Articles

Back to top button