Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

বিরাটের পর এবার নুসরত, গরিব মানুষের মধ্যে কম্বল বিতরণ করলেন নুসরত

Updated :  Sunday, December 22, 2019 6:22 PM

যার কেউ নেই তার ঈশ্বর আছেন। প্রতিটি মানুষের মধ্যে থাকেন। আর মানুষের মধ্য দিয়ে ঈশ্বর তার কাজ করেন। কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, ভারতের ক্রিকেটের অধিনায়ক বিরাট কোহলি স্যান্টাক্লজ সেজে রাস্তায় দুস্থ শিশুদের উপহার দিচ্ছে। আর এবারে নুসরাত জাহান দুস্থদের কম্বল বিতরণ করছেন এমন ছবি দেখা গেল সোশ্যাল মিডিয়ায়।

রাজনৈতিক কাজকর্ম এবং তার সাথে সাথে সিনেমার পাশাপাশি নুসরাতের এই কর্মকাণ্ড বেশ চোখে পড়ার মতো। তবে তারই কর্মকাণ্ডে তিনি একা নন, তার সঙ্গে তার স্বামী মানুষটিও তার সঙ্গে সায় দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে নুসরাত লিখেছেন, সকলের উৎসবে আনন্দে আনন্দ ও ভালোবাসা সকলেরই প্রাপ্য।

আরও পড়ুন : খুশি মনে বাবা শাহরুখ খানের সাথে স্কুলে এল আব্রাম

এবারে পশ্চিমবঙ্গ সহ গোটা কলকাতাতে ঠান্ডা বেশ জাঁকিয়ে পড়েছে। আমরা ঘরে বসেই প্রায় ঠকঠক করে কাঁপার যোগাড়, যারা রাস্তায় থাকে তাদের অবস্থা সত্যিই দুর্বিষহ। এই রাস্তার মানুষগুলোর কাছে স্যান্টাক্লজ হয়ে উঠলেন সাংসদ অভিনেত্রী নুসরত জাহান। তাদের হাতে তুলে দিচ্ছেন কম্বল এবং গরমের পোশাক। এই ঘটনা নিঃসন্দেহে প্রশংসনীয়।

কয়েকদিন আগে আমরা বিরাট কোহলি কে এমন একটি কাজ করতে দেখেছি। তার পরে এবারে নুসরত জাহান। সত্যিই তাদের এমন কাজকে ধন্যবাদ জানাতে হয়। গরিব মানুষের কাছে তারা সত্তিকারের সান্টাক্লজ হিসাবে দেখা দিচ্ছেন। সিনেমা জগতে বেশ পরিচিত নাম নুসরাত জাহানের, আর আজকাল রাজনৈতিক ক্ষেত্রেও তিনি তার দক্ষতা দেখিয়েছেন, তবে এমন মানসিক উদারতার কাজ সত্যিই প্রশংসনীয়, এ কথা বারবার বলতেই হয়।