Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

RE Goan Classic: ২৩ নভেম্বর ভারতের বাজারে এই নতুন বাইক লঞ্চ করবে Royal Enfield, থাকবে এই বড় বড় ফিচার

ভারতের বাজারে নিজের একটা বিশাল বড় জায়গা করে নিয়েছে রয়‍্যাল এনফিল্ড। গত মাসে অর্থাৎ ২০২৪ সালের অক্টোবরে কোম্পানিটি ১ লাখের বেশি বাইক বিক্রি করেছে। কোম্পানির ইতিহাসে এটিই ছিল সবচেয়ে বড়…

Avatar

ভারতের বাজারে নিজের একটা বিশাল বড় জায়গা করে নিয়েছে রয়‍্যাল এনফিল্ড। গত মাসে অর্থাৎ ২০২৪ সালের অক্টোবরে কোম্পানিটি ১ লাখের বেশি বাইক বিক্রি করেছে। কোম্পানির ইতিহাসে এটিই ছিল সবচেয়ে বড় বিক্রি। এই কারণেই কোম্পানিটি ক্রমাগত তার পোর্টফোলিও আপডেট করছে। এছাড়াও, নতুন মডেল যোগ করা হচ্ছে। নভেম্বরের শেষের আগে, কোম্পানি মিটিওর, ক্লাসিক, হান্টার এবং বুলেটের পরে J-সিরিজ ইঞ্জিন প্ল্যাটফর্মে তার পঞ্চম বাইক Goan Classic ৩৫০ সিসি লঞ্চ করতে চলেছে। এটি ২৩ নভেম্বর লঞ্চ করা হবে। গোয়ান ক্লাসিক বাইকটি একটি দুর্দান্ত লুকিং ববার-স্টাইলের মোটরসাইকেল, যা ক্লাসিক ৩৫০ এর সাথে এর অনেক স্টাইলিং ফিচার শেয়ার করবে।

গোয়ান ক্লাসিক বাকি RE 350 এর মতো একই ৩৪৯cc একক-সিলিন্ডার ইঞ্জিন ব্যবহার করবে, তাই এর সর্বোচ্চ পাওয়ার আউটপুট হবে প্রায় ২০hp এবং টর্ক হবে ২৭Nm। এমনকি গোয়ান ক্লাসিকের মূল ফ্রেমটি ক্লাসিক 350-এর মতোই হতে পারে। পার্থক্যগুলি স্টাইলিং, পেইন্ট বিকল্প এবং রাইডিং পজিশনে হতে পারে। গোয়ান ক্লাসিকের ফাঁস হওয়া ফটোগুলি বোঝাচ্ছে যে এই বাইকটি রয়েল এনফিল্ড ক্লাসিক, জাওয়া ৪২ ববার এবং পেরাকের বিপরীতে, এই বাইক ভালোভাবেই নিজের জায়গা তৈরি করবে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এই বাইকের পিলিয়ন সেটআপ শটগান এবং Classic 650 Twins-এ দেখা সেটআপের মতোই হতে পারে। এর অর্থ হলো ফ্রেমটি যাত্রীদের সেটআপ বহন করার জন্য রাইডারের স্কুপ-আউট সিটের ভরসা নেবে। এটি গোয়ান ক্লাসিককে জাওয়া ববার্সের প্রতিযোগীদের তুলনায় ব্যবহারিকতার দিক থেকে একটি সুবিধা দেবে। গোয়ান ক্লাসিক 350 বাইকে অনেকগুলো রঙের বিকল্প থাকার সম্ভাবনা আছে। ফলে এই বাইকটি ভারতে বাজারে বেশ নাম করবে সেটা আর নতুন করে বলে দিতে হবেনা।

About Author