টেক বার্তা

Jio 172 Recharge Plan: ব্যাপক সস্তার প্ল্যান লঞ্চ করেছে Jio, সবকিছু আনলিমিটেড ৩৫ দিনের জন্য, জানুন বিস্তারিত

জিও কোম্পানি মার্কেট রেটের তুলনায় অনেক সস্তা মূল্যে রিচার্জ প্ল্যান লঞ্চ করে

Advertisement

টেলিযোগাযোগ সেক্টরে সস্তা রিচার্জ প্ল্যানের ক্ষেত্রে জিওর নাম প্রথমেই আসে। ভারতের শীর্ষস্থানীয় টেলিকম কোম্পানিগুলি জিও। টেলিকম ইন্ড্রাস্ট্রিতে শেষ কয়েক বছরে রীতিমত আধিপত্য বিস্তার করেছে মুকেশ আম্বানির জিও কোম্পানি। এই জিও কোম্পানি মার্কেট রেটের তুলনায় অনেক সস্তা মূল্যে রিচার্জ প্ল্যান এনে দেশবাসীর মন জয় করে নিয়েছেন। এই কোম্পানির হাত ধরেই উচ্চগতির ইন্টারনেট ব্যবহার করতে শিখেছে ভারতবাসী। আজকের এই প্রতিবেদনে আপনাদের জিওর একটি অত্যন্ত সাশ্রয়ী রিচার্জ প্ল্যান সমন্ধে জানাবো।

গ্রাহকদের চাহিদা পূরণে জিও সবসময়ই সাশ্রয়ী মূল্যের প্ল্যান লঞ্চ করে থাকে। ইতিমধ্যেই জিও দেশের একাধিক শহরকে 5G পরিষেবা দেওয়া শুরু করেছে। সেই ধারাবাহিকতায় জিও এবার ২০০ টাকার কম দামে মাত্র ১৭২ টাকায় একটি প্ল্যান লঞ্চ করেছে। Jio এর এই ১৭২ টাকার প্ল্যানে গ্রাহককে প্রথমত আনলিমিটেড ভয়েস কলের সুবিধাই দেওয়া হয়। এছাড়া এই প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন ১০০ টি ফ্রি এসএমএসও পাবেন। এই প্ল্যানের বৈধতা ৩৫ দিন। এই প্ল্যানে গ্রাহক মোট ২৫ জিবি ডেটা পান। গ্রাহক তার প্রয়োজন অনুযায়ী ডেটা ব্যবহার করতে পারেন।

জিও এর এই প্ল্যান অত্যন্ত সস্তার। অন্যকোনো টেলিকম অপারেটর এত কম দামে এমন সুবিধা দিতে পারে না। যাদের ইন্টারনেট ডাটা খুব বেশি প্রয়োজন নেই তাদের জন্য এই প্ল্যান পারফেক্ট চয়েজ হতে পারে। আপনি যদি এমন একটি এলাকায় থাকেন যেখানে 5G ডেটা পাওয়া যায় তাহলে আপনি এই রিচার্জ প্ল্যানটি অনলাইনে সক্রিয় করতে পারেন।

Related Articles

Back to top button