BB PlusToday Trending Newsটেক বার্তা

Indian Railways: এবার ট্রেনে চড়লেই মিলবে বিনা পয়সায় খাবার, যাত্রীদের জন্য অভিনব উদ্যোগ ভারতীয় রেলের

ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (IRCTC)-এর উদ্যোগে এবার যে সমস্ত ট্রেন নির্দিষ্ট সময় ব্যতীত হওয়ার পরে চলছে সেই সমস্ত ট্রেনের যাত্রীদের ফ্রিতে খাওয়ারের ব্যবস্থা করবে ভারতীয় রেলওয়ে।

Advertisement

চলছে শীতের মরশুম। আর তার সাথে বেড়েছে মানুষের ভ্রমণের নেশা। ফলে অন্যান্য সময়ের তুলনায় যাত্রীদের চাপ বেড়েছে ভারতীয় রেলে। বর্তমানে দূরপাল্লার ট্রেনের ক্ষেত্রে বিষয়টি হয়ে উঠেছে অসহনীয়। প্রথমত, বেশিরভাগ ভ্রমণ পিপাসুদের মিলছে না ট্রেনের টিকিট। অথবা টিকিট ক্রয় করলেও বেশিরভাগ ট্রেন নির্দিষ্ট সময় চলছে না। মূলত, শীতের কারণে কুয়াশায় ঘিরে রয়েছে চারিদিক। যে কারণে ট্রেন চালকের দৃশ্যমানতা কমেছে। ফলে ধীর গতিতে ট্রেন চলার পাশাপাশি কোন কোন ক্ষেত্রে মাঝপথে থামিয়ে দিতে হচ্ছে ট্রেন।

এমন ক্ষেত্রে রীতিমতো সমস্যার সম্মুখীন হচ্ছেন যাত্রীরা। যারা ট্রেনে রয়েছেন তারা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানে পৌঁছতে পারছেন না। এমনকি প্রয়োজন অনুসারে যেটুকু খাবার নিয়ে তারা ট্রেনে চড়েছিলেন, সেটিও শেষ হয়ে যাচ্ছে। পাশাপাশি যারা ট্রেনের জন্য স্টেশনে অপেক্ষা করছেন, ট্রেন বিলম্ব হওয়ার কারণে তারাও পড়ছেন মহা সমস্যায়। এবার যাত্রীদের এই বিশেষ সমস্যার সমাধানে অভিনব উদ্যোগ গ্রহণ করল ভারতীয় রেল।

ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (IRCTC)-এর উদ্যোগে এবার যে সমস্ত ট্রেন নির্দিষ্ট সময় ব্যতীত হওয়ার পরে চলছে সেই সমস্ত ট্রেনের যাত্রীদের ফ্রিতে খাওয়ারের ব্যবস্থা করবে ভারতীয় রেলওয়ে। যাত্রীদের জন্য ফ্রি কম্পোজিশন হিসেবে সকালে চা বা কফির সাথে পরিবেশন করা হবে বিস্কুট। দুপুরের মেনুতে থাকবে ভাত, ডাল, তরকারি। ট্রেনের যাত্রীদের সন্ধ্যায় দেওয়া হবে চা, পাউরুটি বা স্যান্ডউইচ এবং একটি ফ্রুট জুস। ডিনারে থাকছে লুচি বা রুটি, সবজি এবং আচার। এছাড়া দুই ঘন্টার বেশি যদি কোন ট্রেন বিলম্ব করে সে ক্ষেত্রে যাত্রীরা চাইলে টিকিটের সম্পূর্ণ টাকা রিফান্ড দাবি করতে পারেন। যা যাত্রীদের প্রদান করতে বাধ্য থাকবে রেলওয়ে অফ ইন্ডিয়া।

Related Articles

Back to top button