Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

বুমরাহকে ম্যাচে না নামার ‘আদেশ’ দিলেন সৌরভ গাঙ্গুলি

Updated :  Wednesday, December 25, 2019 1:00 PM

নিজেকে ফিট প্রমাণের জন্য বৃহস্পতিবার সুরাতের লালাভাই ঠিকাদার স্টেডিয়ামে কেরালার বিপক্ষে এলিট গ্রুপ ‘এ’ ম্যাচে গুজরাটের হয়ে জসপ্রীত বুমরাহের অংশ নেওয়া একপ্রকার ঠিকই ছিল। কিন্তু শেষ মুহূর্তে জাতীয় দল ও গুজরাট টিম ম্যানেজমেন্টের মধ্যে আলোচনার কোনও সমাধান সূত্র না মেলায় রঞ্জি ট্রাফির ম্যাচে আর অংশ নেওয়া হলো না ভারতের এক নম্বর পেসারের।

টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানা যাচ্ছে, চোট সারিয়ে ফেরার পর বুমরাহ বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি এবং সচিব জয় শাহের কাছে গিয়েছিলেন রঞ্জি খেলার অনুমতি নিতে। বুমরাহ বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলিকে বলেছিলেন যে, তিনি এখন সম্পূর্ণ চোট মুক্ত এবং তিনি রঞ্জিতে কেরালার বিপক্ষে খেলতে চান ফিটনেস পরীক্ষা করার জন্য।

আরও পড়ুন : অস্ট্রেলিয়ার একদিনের দলে ক্যাপ্টেন ধোনি, টেস্টে বিরাট

কিন্তু সৌরভ গাঙ্গুলি এবং জয় শাহ সদ্য চোট সারিয়ে ফেরার পর আবার নতুন করে চোট লাগতে পারে এই কথা ভেবে বুমরাহকে আপাতত কেবল সাদা বলের ক্রিকেটে মননিবেশ করার পরামর্শ দেন। এরপর গুজরাট অধিনায়ক পার্থিব প্যাটেলও নিশ্চিত করেন যে, বুমরাহ কেরালার বিপক্ষে গুজরাতের অংশ হচ্ছেন না।

বিসিসিআই এক সূত্র বলছে, ‘নিউজিল্যান্ডে টেস্ট সিরিজের এখনো অনেক দেরি। প্রথম টেস্টটি পরের বছর ২১ ফেব্রুয়ারি শুরু হয়। সদ্য চোট সরিয়ে ফেরা বুমরাহ আপাতত টিটোয়েন্টি ক্রিকেটের চার ওভারের বোলিং দিয়েই শুরু করুক। নিউজিল্যান্ডে যাওয়ার আগে রঞ্জি ট্রফি ম্যাচ খেলে টেস্টের জন্য প্রস্তুতি নেবে।’