সৌরভ গাঙ্গুলীর ভারতের ক্রিকেট বোর্ডের সভাপতি হওয়ার পর ইতিমধ্যেই ভারতীয় ক্রিকেটে অনেক পরিবর্তন নিয়ে এসেছেন এবং আরও আনতে চলেছেন। তেমনই তিনি তার ছাপ বিশ্ব ক্রিকেটের আঙিনাতেও রেখে যেতে চান। সেরকমই একটি পদক্ষেপ হিসেবে তাঁর একান্ত ইচ্ছে বিশ্ব ক্রিকেটের প্রথম সারির শক্তিশালী চারটি ক্রিকেট দলকে নিয়ে একটি সুপার সিরিজের আয়োজন করবার।
এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটে প্রথম সারির চারটি দলের নাম বলতে গেলেই প্রথমেই আসে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও ভারতের নাম। এই তিনটি দেশ ক্রিকেটের পাশাপাশি এদের ক্রিকেট বোর্ডও অর্থনৈতিক দিক দিয়েও শক্তিশালী। সৌরভ গাঙ্গুলী এই দুটি দেশের ক্রিকেট বোর্ডের সাথে প্রস্তাবিত সুপার সিরিজ নিয়ে ইতিমধ্যেই আলোচনা করেছেন। ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড এই বিষয়ে বিস্তারিত ভাবে আলোচনা করার পর জানাবে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন : দুবাইয়ে ধোনির সাথে ক্রিসমাস উদযাপন ঋষভ পন্থের, দেখুন ভিডিও
ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও কেভিন রবার্টস সৌরভের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেছেন “আমি মনে করি এটি বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের উদ্ভাবনী চিন্তাভাবনার একটি উদাহরণ”। তিনি আরও বলেন “তাঁর খুব অল্প সময়ে, আমরা কয়েক মাস আগেই ভারতকে কলকাতায় একটি ডে-নাইট টেস্টের প্রতিশ্রুতি নিতে দেখেছি এবং সেটি আয়োজন করতেও দেখেছি, সুতরাং সেটি একটি দুর্দান্ত ব্যাপার এবং এখন সুপার সিরিজের পরামর্শ, একটি অনন্য উদ্ভাবন”।