ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সদস্য রোহিত শর্মার ২০১৯ সালটি দারুণ কেটেছে। আগে ক্রিকেটের সংক্ষিপ্ত ফর্ম্যাট অর্থাৎ একদিবসীয় ক্রিকেট ও টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতীয় দলের হয়ে গোড়াপত্তন করতেন রোহিত শর্মা কিন্তু টেস্ট ক্রিকেটেও তাকে পরীক্ষামূলক ভাবে ওপেন করানো হয় এবং সেখানেও সফল হন রোহিত। তাই বর্তমানে তিন ধরনের ক্রিকেটেই ভারতীয় দলের নির্ভরযোগ্য গোড়াপত্তনকারী ব্যাটসম্যান রোহিত শর্মা।
সম্প্রতি মেরিন ড্রাইভের ইসলাম জিমখানায় “রোহিত শর্মা ক্রিককিংডম ক্রিকেট অ্যাকাডেমি” তে বাচ্চাদের উদ্দেশ্যে রোহিত শর্মা বলেন “বড় শট খেলা কোন অপরাধ নয়, তবে এক্ষেত্রে কিছু সাবধানতা অবলম্বন করতে হয়। আমার মনে আছে ক্রিকেট প্র্যাকটিস এর সময় আমি যখন নেটে বড় শট খেলতাম আমাকে নেট থেকে সরিয়ে নেওয়া হতো। আমি মনে করি এটা একদম ভুল সিদ্ধান্ত। দিনের শেষে, ফলাফলগুলি গুরুত্বপূর্ণ। কেউ যদি বড় শট খেলে ফলাফল দেয়, তাই হোক। এটাতে কোন সমস্যা নেই”।
আরও পড়ুন : সৌরভের ‘সুপার সিরিজ’ কে সমর্থন জানালেন অস্ট্রেলিয়ান ক্রিকেটের সিইও
অনেক ক্রিকেট প্রশিক্ষক বাচ্চাদেরকে শেখানোর সময় বড় শট খেলতে বারণ করেন কারণ এতে আউট হওয়ার সম্ভাবনা থাকে। এখানেই আপত্তি রোহিত শর্মার। তিনি বলেন “খেলা দেখার সময় আমরা পছন্দ করি যে ব্যাটসম্যান বড় শট খেলে আমাদের মনোরঞ্জন করবে কিন্তু বাচ্চাদের বড় শট খেলতে না দিলে সেটা কিভাবে সম্ভব। তারাই তো ভবিষ্যতের ক্রিকেটার। তাই বাচ্চাদের কী পছন্দ বা তাদের খেলা সম্পর্কে আগে বোঝা উচিত”।