টেক বার্তা

JIO, BSNL এর পর নতুন বছরে নতুন প্ল্যান নিয়ে আসল ভোডাফোন

Advertisement

ভোডাফোনের তরফ থেকে একগুচ্ছ নতুন প্ল্যানের অফার দিলো তার প্রিপেইড পরিষেবা গ্রাহকদের জন্য। এতে টকটাইম, অল-রাউন্ডার, এবং আনলিমিটেড পরিষেবা দেওয়া হবে।

টকটাইম প্যাকের মধ্যে ভয়েস কলের ওপর নজর দেওয়া হয়েছে, অন্যদিকে অলরাউন্ডার প্যাকে ইন্টারনেট এবং ভয়েস কল দুটোই রয়েছে। আনলিমিটেড প্যাকে টকটাইমের কোনো বিধিনিষেধ নেই, তবে ইন্টারনেট ডেটার পরিমাণ এক প্যাক থেকে অন্য প্যাকে পরিবর্তিত হয়। আনলিমিটেড প্যাকে আর একটি সুবিধা হলো গ্রাহকেরা অতিরিক্ত অফার হিসেবে ৪৯৯ টাকার ভোডাফোন প্লে সাবস্ক্রিপশন এবং ৯৯৯ টাকার ZEE5 এর সাবস্ক্রিপশন পাবেন। ৫টি নতুন পোস্টপেইড প্ল্যান হল।

আরও পড়ুন : আশ্চর্য ফোন আনছে JIO, ইন্টারনেট ছাড়াই চলবে ফোন

  • ১০ টাকার টকটাইম প্যাক। এতে গ্রাহকেরা ৭.৪৭ টাকা পাবেন। এই প্ল্যানের কোনও মেয়াদ শেষের ব্যাপার নেই। ৭.৪৭ টাকা ব্যবহার হয়ে গেলেই প্যাক শেষ হবে।
  • ১৯ টাকার আনলিমিটেড প্যাক। যা থাকবে দুই দিনের জন্য। এতে থাকবে আনলিমিটেড টকটাইম, ১০০ টি ম্যাসেজ ও ১৫০ এমবি ডেটা ছাড়াও ৪৯৯ টাকার ভোডাফোন প্লে সাবস্ক্রিপশন এবং ৯৯৯ টাকার ZEE 5 সাবস্ক্রিপশনের মতো অতিরিক্ত সুবিধা।
  • ৩৯ টাকার অলরাউন্ডার প্যাক। এতে থাকবে ৩০ টাকা টকটাইম এবং ১০০এমবি ডেটা। এটি সীমিত থাকবে ১৪ দিনের জন্য।
  • ১২৯ টাকার প্যাক। এতে গ্রাহকেরা আনলিমিটেড কল, অতিরিক্ত চার্জ ছাড়াই ৩০০ টি ম্যাসেজ এবং ২জিবি ডেটা ব্যবহার করতে পারবে। এছাড়াও ৪৯৯ টাকার ভোডাফোন প্লে সাবস্ক্রিপশন এবং ৯৯৯ টাকার ZEE5 সাবস্ক্রিপশন এর মতো অতিরিক্ত সুবিধা পাওয়া যাবে।
  • ২৩৯৯ টাকার বার্ষিক প্যাক। এতে প্রতিদিন আনলিমিটেড টকটাইম, ১.৫জিবি ইন্টারনেট ডেটা এবং ১০০টি ম্যাসেজ থাকবে। যারা আনলিমিটেড বিভাগে এই প্যাকটি নির্বাচন করবে তারা ৪৯৯ টাকার ভোডাফোন প্লে সাবস্ক্রিপশন এবং ৯৯৯ টাকার ZEE5 সাবস্ক্রিপশন পাবেন।

Related Articles

Back to top button