Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

কেন্দ্রীয় কর্মচারীদের জন্য দারুণ খবর, আগস্ট মাসে আগেভাগেই মিলবে বেতন, জানুন কারণ

Updated :  Sunday, August 24, 2025 10:59 AM

অগস্ট মাস শেষ হওয়ার আগেই কেন্দ্রীয় কর্মচারী ও পেনশনভোগীদের হাতে পৌঁছবে বেতন ও পেনশন। কেরল ও মহারাষ্ট্রে উৎসব উপলক্ষে কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের পক্ষ থেকে এই বিশেষ সিদ্ধান্ত জানানো হয়েছে। মন্ত্রকের বিজ্ঞপ্তি অনুযায়ী, কেরলে ওনাম উৎসবের আগে এবং মহারাষ্ট্রে গণেশ উৎসব উপলক্ষে কর্মচারীরা আগেভাগেই তাঁদের বেতন ও পেনশন পাবেন। সাধারণত প্রতি মাসের শেষ সপ্তাহে এই অর্থ কর্মচারীদের অ্যাকাউন্টে জমা হয়। তবে এবারে ব্যতিক্রম ঘটানো হচ্ছে।

কোন তারিখে মেটানো হবে বেতন

কেরল: ওনাম উৎসবের আগে, ২৫ অগস্ট (সোমবার) দিনেই বেতন ও পেনশন মেটানো হবে।
মহারাষ্ট্র: গণেশ চতুর্থীর আগে, ২৬ অগস্ট (মঙ্গলবার) দিনেই কর্মচারীদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে অর্থ।

অর্থ মন্ত্রকের তরফে ২১ ও ২২ অগস্ট তারিখে দুটি আলাদা অফিস মেমোরেন্ডাম জারি করে জানানো হয়েছে যে, ডিফেন্স, পোস্টাল সার্ভিস ও টেলিকম বিভাগ সহ অন্যান্য কেন্দ্রীয় দফতরের কর্মচারীরাও এর আওতায় আসবেন।

কারা এই সুবিধা পাবেন?

ডিফেন্স, পোস্টাল সার্ভিস ও টেলিকম ডিপার্টমেন্টের পাশাপাশি কেন্দ্রীয় সরকারের অধীনে কর্মরত ইন্ডাস্ট্রিয়াল কর্মীরাও নির্ধারিত তারিখেই বেতন পাবেন। একই নিয়ম প্রযোজ্য হবে পেনশনভোগীদের ক্ষেত্রেও।

আরবিআই-কে বিশেষ নির্দেশ

অর্থ মন্ত্রক জানিয়েছে, এই অর্থ প্রদানকে Advance Payment হিসেবে গণ্য করা হবে। পরবর্তী সময়ে মাসিক বেতনের হিসাব অনুযায়ী প্রয়োজনীয় সমন্বয় করা হবে। এ ছাড়াও আরবিআই-কে নির্দেশ দেওয়া হয়েছে, যেন কেরল ও মহারাষ্ট্রের সমস্ত ব্যাংকের পেমেন্ট শাখায় এই তথ্য পৌঁছে দেওয়া হয়।

কেন নেওয়া হল এই সিদ্ধান্ত?

প্রতি বছর ওনাম এবং গণেশ উৎসবের সময়ে খরচ বেড়ে যায় সাধারণ মানুষের। সেই কথা মাথায় রেখেই কেন্দ্রীয় সরকার এই পদক্ষেপ নিয়েছে। আগে বেতন পাওয়ায় কর্মচারী ও পেনশনভোগীরা উৎসবের সময়ে আর্থিক সুবিধা ভোগ করতে পারবেন।