Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

আবেদন করলেই মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে ৭০০০ টাকা, জানুন কীভাবে করবেন – LIC Bima Sakhi Yojana

Updated :  Sunday, August 31, 2025 8:10 PM
Bima Sakhi Yojana

আর্থিক স্বাধীনতা এখন আর স্বপ্ন নয়, বাস্তবে রূপ দিচ্ছে ভারতীয় জীবন বীমা নিগম (LIC)। নারীদের কর্মসংস্থান ও আত্মনির্ভর করার লক্ষ্যেই শুরু হয়েছে “বিমা সখী পরিকল্পনা ২০২৫”। এই বিশেষ স্কিমের মাধ্যমে যেকোনও ভারতীয় মহিলা, ন্যূনতম দশম শ্রেণি পাশ করেই LIC এজেন্ট হিসেবে যুক্ত হতে পারবেন। এতে মিলবে মাসিক ভাতা, আকর্ষণীয় কমিশন ও দীর্ঘমেয়াদি ক্যারিয়ারের সুযোগ।

মাসিক ভাতা ও কমিশনের কাঠামো

এই প্রকল্পে অন্তর্ভুক্ত মহিলাদের প্রথম তিন বছর স্থায়ী মাসিক ভাতা দেওয়া হবে।

  • প্রথম বছর: প্রতি মাসে ৭,০০০।

  • দ্বিতীয় বছর: ৬,০০০, তবে শর্ত—প্রথম বছরের অন্তত ৬৫% পলিসি সক্রিয় থাকতে হবে।

  • তৃতীয় বছর: ৫,০০০, এর ক্ষেত্রেও একই শর্ত প্রযোজ্য।

এর পাশাপাশি পলিসি বিক্রির উপর কমিশন পাওয়া যাবে। প্রথম বছরেই কমিশনের অঙ্ক প্রায় ₹৪৮,০০০ পর্যন্ত পৌঁছতে পারে। অর্থাৎ ভাতা ও কমিশন মিলিয়ে মহিলারা একদিকে যেমন নিরাপদ মাসিক আয় পাবেন, অন্যদিকে গড়ে তুলতে পারবেন নিজেদের পেশাগত পরিচয়।

কারা আবেদন করতে পারবেন?

  • শুধুমাত্র ভারতীয় মহিলা নাগরিকদের জন্য এই স্কিম খোলা।

  • শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম ১০ম শ্রেণি পাশ।

  • বয়সসীমা: ১৮ থেকে ৭০ বছর।

  • যাঁরা ইতিমধ্যেই LIC এজেন্ট হিসেবে কাজ করছেন বা অবসরপ্রাপ্ত কর্মী ও তাঁদের আত্মীয়রা—তাঁরা এর আওতায় আসবেন না।

  • নতুন প্রার্থিনীদের জন্যই এই বিশেষ সুযোগ রাখা হয়েছে।

  • স্নাতক মহিলারা ভবিষ্যতে উন্নীত হয়ে ডেভেলপমেন্ট অফিসার পদে যোগ দেওয়ার সুযোগও পাবেন।

প্রয়োজনীয় নথি

আবেদন প্রক্রিয়ায় দরকার হবে—
আধার কার্ড, ঠিকানার প্রমাণ, ব্যাঙ্ক পাসবুক, প্যান কার্ড, শিক্ষাগত সার্টিফিকেট, পাসপোর্ট সাইজ ছবি, মোবাইল নম্বর ও ই-মেল আইডি। সব নথিই সঠিক ও আপডেটেড থাকতে হবে। নথিপত্র যাচাই করে তবেই আবেদন অনুমোদিত হবে।

অনলাইন আবেদন প্রক্রিয়া

ইচ্ছুক মহিলাদের LIC-এর অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে বিমা সখী পরিকল্পনা নির্বাচন করতে হবে। নাম, জন্মতারিখ, মোবাইল নম্বর, ই-মেল, ঠিকানা সহ আবেদন ফর্ম পূরণ করতে হবে। এরপর প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে।
ফি: প্রায় ২,০০০ (এর মধ্যে LIC ফি ১,৫০ এবং IRDA পরীক্ষার ফি ₹৫০০ অন্তর্ভুক্ত)। প্রক্রিয়া সম্পন্ন হলেই প্রার্থিনীর রেজিস্ট্রেশন শেষ হবে।

কেন গুরুত্বপূর্ণ এই উদ্যোগ?

গ্রামীণ ও শহুরে—উভয় স্তরের মহিলাদের জন্য এই পরিকল্পনা একটি বড় আর্থিক সুযোগ। এটি শুধুমাত্র উপার্জনের পথ খুলে দিচ্ছে না, বরং মহিলাদের ক্যারিয়ার গড়া ও সমাজে পরিচয় প্রতিষ্ঠা করার সুযোগও তৈরি করছে। বীমা সেবাকে প্রত্যন্ত এলাকায় পৌঁছে দিতে নারীরা বড় ভূমিকা পালন করতে পারবেন। নারী ক্ষমতায়নের পথে LIC-এর এই পদক্ষেপকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।