উৎসবের মরশুমের আগে দুই চাকার বাজারে বাড়ছে প্রতিযোগিতা। দেশের বৃহত্তম টু-হুইলার প্রস্তুতকারী Hero MotoCorp এবার প্রস্তুত 125cc সেগমেন্টে দুটি নতুন মোটরসাইকেল আনার জন্য। হোন্ডা গত জুলাইতেই নতুন CB125 Hornet লঞ্চ করেছিল। তার পরেই হিরোর এই পদক্ষেপ বাজারে প্রতিদ্বন্দ্বিতা আরও তীব্র করে তুলবে বলে মনে করা হচ্ছে। বর্তমানে Hero-র 125cc মোটরসাইকেল ক্যাটাগরিতে রয়েছে চারটি মডেল—Xtreme 125R, Glamour, Super Splendor XTec এবং Glamour XTech। সংস্থার মার্কেট শেয়ার এই সেগমেন্টে এখন প্রায় ১২.৮ শতাংশ। যদিও Honda ও Bajaj Auto-র তুলনায় তারা এখনও পিছিয়ে রয়েছে। এর কারণ, প্রতিযোগীরা ইতিমধ্যেই পারফরম্যান্স-ওরিয়েন্টেড ও প্রিমিয়াম মডেল বাজারে এনে মিড-কমিউটার ক্রেতাদের মন জয় করেছে। সাম্প্রতিক সময়ে 125cc ক্যাটাগরিতে গ্রাহকের চাহিদা দ্রুত বাড়ছে। অনেকে 100cc বাইক থেকে আপগ্রেড করে এখন এই সেগমেন্ট বেছে নিচ্ছেন।
নতুন লঞ্চের মধ্যে অন্যতম হবে Extreme 125R, যা পারফরম্যান্সের খোঁজে থাকা রাইডারদের জন্য উপযুক্ত বলে মনে করা হচ্ছে। অন্যদিকে, স্টাইলিশ অপশন হিসেবে আনা হবে Glamour 125। আর মাইলেজ সচেতন ক্রেতাদের জন্য বিকল্প হয়ে উঠতে পারে Super Splendor। হিরো স্পষ্ট জানিয়েছে, পারফরম্যান্স, স্টাইল ও মাইলেজ—তিন ক্ষেত্রেই ভারসাম্য রেখে তাদের নতুন পোর্টফোলিও গ্রাহকের সামনে হাজির করা হবে।
মার্কেট শেয়ারের দিক থেকে কিছুটা পিছিয়ে পড়েছে Hero। অর্থবর্ষ ২০২১-এ যেখানে তাদের শেয়ার ছিল ৩৭.০৪ শতাংশ, অর্থবর্ষ ২০২৫-এ তা নেমে এসেছে ২৮.৬১ শতাংশে। অপরদিকে, একই সময়ে Honda-র শেয়ার ২৫.৫৮ শতাংশ থেকে বেড়ে দাঁড়িয়েছে ২৭.১৭ শতাংশে। ফলে বাজারে হারানো জায়গা ফেরানোর কৌশল হিসেবেই Hero এখন বেশি মন দিচ্ছে 125cc সেগমেন্টে। গত জুলাইতেই নতুন Deluxe-এর মাধ্যমে সংস্থাটি 100cc লাইনআপে পরিবর্তন এনেছিল। তবে ভবিষ্যতের পরিকল্পনায় গুরুত্ব পাচ্ছে প্রিমিয়াম মোটরসাইকেল ও ইলেকট্রিক ভেহিকল। সংস্থার আশা, নতুন লঞ্চের ফলে মধ্যম সেগমেন্টে তাদের উপস্থিতি আরও জোরদার হবে।














Spice Girls Reunite to Celebrate Emma Bunton’s 50th Birthday in the English Countryside