Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

অর্জুন গড়ে তৃণমূলের থাবা, ১৯-০ ব্যবধানে ছিনিয়ে নিল পুরসভা

ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংহের দুর্গ হিসেবে পরিচিত ভাটপাড়া পুরসভা। এবার সেখানেও থাবা বসালো তৃণমূল। ১৯-০ ব্যবধানে বিজেপির হাত থেকে ছিনিয়ে নিল পুরসভা। বৃহস্পতিবার পুরসভার এক্সিকিউট অফিসারের ডাকা আস্থাভোটে অনুপস্থিত…

Avatar

ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংহের দুর্গ হিসেবে পরিচিত ভাটপাড়া পুরসভা। এবার সেখানেও থাবা বসালো তৃণমূল। ১৯-০ ব্যবধানে বিজেপির হাত থেকে ছিনিয়ে নিল পুরসভা। বৃহস্পতিবার পুরসভার এক্সিকিউট অফিসারের ডাকা আস্থাভোটে অনুপস্থিত ছিলেন বিজেপি কাউন্সিলররা। অন্যদিকে সংখ্যা অনুকূল থাকায় তৃণমূল কাউন্সিলররা উপস্থিত থেকে ১৯-০ ব্যবধানে ছিনিয়ে নিলেন পুরসভার দখল। যদিও শাসকদলের এই পুরসভা দখলকে বেআইনি আখ্যা দিয়েছেন বিজেপি সাংসদ অর্জুন সিংহ।

তৃণমূলের ভাটপাড়া দখলের পর এদিন সাংসদ বলেন, ‘আস্থা ভোটের জন্য আগামী ২০ জানুয়ারি বৈঠক ডেকেছেন পুরসভার চেয়ারম্যান সৌরভ সিংহ। তার আগে এই ধরনের বৈঠক বেআইনি।’ এর বিরুদ্ধে আদালতে যাওয়ার হুমকিও দেন তিনি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : পশ্চিমবঙ্গ ছাড়া প্রত্যেক রাজ্যের কৃষকদের অ্যাকাউন্টে জমা পড়বে টাকা

স্থানীয় বিধায়ক অর্জুন সিংহ তৃণমূল থেকে বিজেপিতে গেলে ভাটপাড়া পুরসভা রাতারাতি ঘাসফুল থেকে পদ্মফুলে রূপান্তরিত হয়। অর্জুন সিংহ লোকসভা ভোটে ব্যারাকপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করলে ভাইপো সৌরভ সিংহকে চেয়ারম্যান পদে বসান।

৩৫ ওয়ার্ড বিশিষ্ট ভাটপাড়া পুরসভায় বর্তমান কাউন্সিলর সংখ্যা ৩৩। অর্জুন সিংহ সাংসদ নির্বাচিত হওয়ায় কাউন্সিলর পদ থেকে ইস্তফা দেন। অপর এক কাউন্সিলর ভীম সিং মেয়াদ শেষ হওয়ার আগেই মারা যান। ৩৩ জন কাউন্সিলরের মধ্যে ১ জন সিপিআইএম সদস্য। অন্যদিকে, সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ১৭ জন কাউন্সিলর আগেই জোগাড় করে নেয় তৃণমূল শিবির। ৫ জন কাউন্সিলর প্রথম থেকেই তৃণমূলের সঙ্গে ছিলেন, বাকী ১২ জন কাউন্সিলর পুনরায় পুরানো দলে ফিরে আসেন। আস্থা ভোটের সময় আরও ২ জন কাউন্সিলরকে টেনে আনতে সমর্থ হন জ্যোতিপ্রিয় মল্লিক, পার্থ ভৌমিকরা।

About Author