Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

অনলাইনে প্রতারণার নতুন ফাঁদ, প্রতারকদের ফোন ভারত বার্তার দপ্তরে

Updated :  Tuesday, January 14, 2020 10:51 AM

যতই দিন যাচ্ছে অনলাইন জালিয়াতির নতুন নতুন ফন্দি বের করছে প্রতারকরা। এটিএম বা ব্যাঙ্ক জালিয়াতির ফন্দি ফিকির সম্বন্ধে এখন সাধারণ মানুষ অনেকটাই সচেতন। তাই প্রতারকরা নতুন নতুন ফন্দি আঁটছে। আর এমনই এক প্রতারক যোগাযোগ করেছিলেন আমাদের ভারত বার্তার দপ্তরে, চেষ্টা করেছিল তাদের ফন্দি ফিকিরের জালে জড়িয়ে প্রতারণা করতে। তবে আমাদের প্রতিনিধি ব্যাপারটা বুঝতে পেরে আইনি পদক্ষেপ গ্রহণের কথা জানালে ফোন কেটে দেয় প্রতারক।

ঠিক কী ভাবে প্রতারকরা ছড়িয়ে দিচ্ছে এই প্রতারণার জাল? প্রথমে তারা গ্রাহকদের ফোনে একটা এসএমএস পাঠাচ্ছে। তাতে গ্রাহককে জানানো হচ্ছে যে, তার পেটিএম একাউন্টের কেওয়াইসি বাতিল করা হয়েছে। পুনরায় কেওয়াইসি করতে এসএমএস-এ দেওয়া ফোন নাম্বারটিতে যোগাযোগ করতে বলা হয়েছে। ওদের দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করেছিলেন আমাদের প্রতিনিধি।

অনলাইনে প্রতারণার নতুন ফাঁদ, প্রতারকদের ফোন ভারত বার্তার দপ্তরে

ফোনের অপর প্রান্ত থেকে জানানো হয়, পেটিএম-এর একাউন্ট কেওয়াইসি করার জন্য পরবর্তী নির্দেশ মেনে চলতে হবে। এরপর প্রতারকদের পক্ষ থেকে ওই ব্যক্তি জানায় ফোনের প্লে স্টোর থেকে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে। অ্যাপটি ডাউনলোডের পর ইনস্টল করা হলে সেখানে আসা ১০ সংখ্যার একটি কমপ্লেন নাম্বার আসবে বলে জানায় সে। আর ওই নাম্বারটি প্রতারকদের হাতে চলে গেলেই আপনার ফোনের সমস্ত নিয়ন্ত্রণ চলে যাবে প্রতারকদের হাতে। এরপর আপনার ফোনে যা কাজ করা হোক বা আপনার ফোনে আসা মেসেজ ও কল সমস্ত কিছুই তারা জানতে পারবে।

আর এখান থেকেই উধাও হয়ে যেতে পারে আপনার ব্যাঙ্কের সমস্ত টাকা। অথবা আপনার যাবতীয় ব্যক্তিগত তথ্য চলে যাবে প্রতারকদের হাতে। ঠিক যে ভাবে কমপিউটারে টিমভিউয়ার অ্যাপের সাহায্যে অন্য ডেক্সটপকে নিয়ন্ত্রণ করা যায় সেভাবেই কাজ করছে এই প্রতারকরা। মোবাইল ফোনে এই প্রথম এমন জালিয়াতির ঘটনা ঘটেছে। এর আগের সমস্ত জালিয়াতির পদ্ধতিতে ছাপিয়ে গিয়েছে এই ঘটনা। তাই এমন মেসেজ বা ফোন কল থেকে দূরে থাকা উচিত সকলের। প্রথম থেকে সাবধানতা অবলম্বন করলে এড়ানো যেতে পারে বড় বিপদও।