রাজকোটে দ্বিতীয় একদিনের ম্যাচে ভালো শুরু ভারতের। টস হেরে প্রথমে ব্যাট করে ভারত। দুই গোড়াপত্তনকারী ব্যাটসম্যান রোহিত শর্মা এবং শিখর ধাওয়ান ভারতকে ভালো শুরু দেন। রোহিত শর্মা ৪২ রান করে লেগ স্পিনার অ্যাডাম জাম্পার বলে লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়েন। রোহিত-ধাওয়ান জুটি ৮১ রান যোগ করেন।
রোহিত আউট হতে নিজের পছন্দের ব্যাটিং ক্রম তিন নম্বরে ব্যাট করতে আসেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। নিজের ক্রমে তিনি যে স্বচ্ছন্দ সেটা ভারত অধিনায়ক বুঝিয়ে দিয়েছেন। ধাওয়ানের সাথে জুটিতে ১০৩ করেন বিরাট কোহলি। ধাওয়ান দুর্ভাগ্যবশত সেঞ্চুরি হাতছাড়া করেন, প্রথম থেকেই দারুন খেলেছেন তিনি। ৯০ বলে ৯৬ রান করে রিচার্ডসনের বলে স্টার্কের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি।
দ্বিতীয় জলপানের বিরতিতে ভারতের স্কোর ৩২.৪ ওভারে ১৯৮ তিন উইকেটের বিনিময়ে। বিরতির ঠিক আগের মূহূর্তে শ্রেয়স আইয়ার আউট হন। জাম্পার বল তুলে মারতে গিয়ে বোল্ড হন শ্রেয়স। বিরাট কোহলি অর্ধশতরানের দিকে অগ্রসর হচ্ছেন। ৪৫ বলে ৪২ রানে অপরাজিত তিনি। ভারত অধিনায়কের সঙ্গী কে এল রাহুল।