গুজরাট : ২০১৭ কেন্দ্রীয় সরকার ঘোষণা করেন আধার কার্ডের সাথে প্যান কার্ডের সংযুক্তিকরণ বাধ্যতামূলক। সেই তারিখ বাড়িয়ে সর্বশেষ ২০১৯ এর ৩১ মার্চ পর্যন্ত নির্ধারিত করা হয়েছে। তবে সম্প্রতি আইনজীবী বানদিশ সোপারকারের আবেদনের ভিত্তিতে গুজরাট হাইকোর্ট রায় দেয় আধার কার্ড প্যান কার্ডের সংযুক্তি না করলেও প্যান কার্ড বাতিল হবে না গুজরাটে জানানো হয়েছে।
আরও পড়ুন : অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারীদের জন্যে সুখবর, ৪০% বাড়ছে বেসিক পেনশন
আধার কার্ডের বৈধতা নিয়ে সুপ্রিম কোর্টে মামলা এখনও বিচারাধীন, সিদ্ধান্ত গ্রহণে মামলাটিকে সুপ্রিমকোর্টের বৃহত্তর বেঞ্চে পাঠানো হয়েছে। তাই আধার সংযুক্তি না থাকার কারণে কারও প্যান কার্ড বাতিল ঘোষণা করা যাবে না। গুজরাট হাইকোর্টের তরফে এও বলা হয়েছে সুপ্রিম কোর্ট যতক্ষণ না এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাচ্ছে ততক্ষণ কেন্দ্র এই বিষয়ে কোন পদক্ষেপ গ্রহণ করতে পারবে না। আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের সংযুক্তি না থাকলে সেই প্যান কার্ড বাতিল বা সেই ব্যাক্তিকে কখনোই অপরাধী বলা যাবেনা।