ক্রিকেটখেলা

সৌরভ নয়, ভারতীয় দলের সেরা অধিনায়ক ধোনি, মত রায়নার

Advertisement

এক সময় ভারতীয় দলের অন্যতম সদস্য সুরেশ রায়না বর্তমানে খারাপ ফর্মের জন্য জাতীয় দলের বাইরে। দলে ফেরার জন্য চেষ্টা চালাচ্ছেন তিনি। সম্প্রতি চোটের জন্য ঘরোয়া ক্রিকেট খেলছেন না তবে আইপিএল খেলবেন তিনি। অক্টোবরে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। সেই দলে সুযোগ পেতে আইপিএলকেই পাখির চোখ করেছেন এই স্পিনার অলরাউন্ডার। ভারতের সেরা অধিনায়ক বাছতে বললে তিনি রায়না তার আইপিএল দলের অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির নাম বলেন।

রায়নার মতে ধোনি ভারতের সর্বশ্রেষ্ঠ অধিনায়ক। কপিল দেব সৌরভ গাঙ্গুলী বা বিরাট কোহলি নয়। রায়নার মনে করেন ভারতীয় ক্রিকেটে সবচেয়ে বেশি পরিবর্তন এনেছেন মহেন্দ্র সিংহ ধোনি। তার প্রভাব এখনও সাজঘরে প্রবেশ করলেই বোঝা যায়। দুটি বিশ্বকাপজয়ী এবং তিন আইপিএল জয়লাভের নেতৃত্বে থাকা ধোনিকেই ভারতের সর্বসেরা অধিনায়ক বলেছেন রায়না।

আরও পড়ুন : ১২ বছর পর শাহরুখ খানের নামে এমন কথা, বললেন পাক প্রেসার শোয়েব আখতার

বিশ্বকাপ সেমিফাইনাল থেকে বিদায় নেওয়ার পর থেকে আর জাতীয় দলের হয়ে খেলেনি মহেন্দ্র সিংহ ধোনি। এবারের আইপিএলের মঞ্চকে অনেক খেলোয়াড় দলে ফেরার রাস্তা বলে ধরে নিয়েছেন। ধোনির ক্ষেত্রেও ব্যাপারটা তাই। রায়না এটাও বলেছেন যে তিনি ধোনির নেতৃত্বে চেন্নাই সুপার কিংস এর হয়ে খেলার জন্য মুখিয়ে রয়েছেন। বেশ কিছু তারকা খেলোয়াড়কে এবার দলে নিয়েছে চেন্নাই। তাই সুরেশ রায়না আশা করেন চেন্নাই এবার আইপিএল জিতবে।

Related Articles

Back to top button