আইপিএলের ১৩ তম সংস্করণে শনিবার দিন আর দুটো করে ম্যাচ থাকছে না এবং ২০২০ মরসুমে লিগ পর্বের ম্যাচের দিনসংখ্যা আরও এক সপ্তাহ বেড়ে গিয়েছে। এখন পর্যন্ত প্রকাশিত হওয়া সূচি অনুযায়ী চারদিন দুটি করে ম্যাচ রয়েছে এবং সবগুলোই রবিবার। ২৯ শে মার্চ আগের বছরের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ম্যাচ খেলে টুর্নামেন্ট শুরু করছে। ১৭ ই মে গ্রুপ পর্বের ম্যাচ শেষ হচ্ছে। গ্রূপ পর্বের শেষ ম্যাচে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর মুখোমুখি হবে মুম্বই ইন্ডিয়ান্সের। নক-আউট এর সূচি এখনো ঘোষণা হয়নি।
দু’বারের চ্যাম্পিয়ন কলকাতার নাইট রাইডার্স প্রথম ম্যাচ খেলবে ৩১ শে মার্চ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিপক্ষে ব্যাঙ্গালোরে। ঘরের মাঠ ইডেন গার্ডেনে নাইটদের প্রথম ম্যাচ রয়েছে ৩ এপ্রিল, এদিন দিল্লি ক্যাপিটালস এর মুখোমুখি হবে তারা।
আরও পড়ুন : সৌরভ নয়, ভারতীয় দলের সেরা অধিনায়ক ধোনি, মত রায়নার
KKR এর ২০২০ আইপিএলের সূচি
- ৩১ মার্চ: কেকেআর বনাম ব্যাঙ্গালোর, স্থান: ব্যাঙ্গালোর, সময়: রাত্রি আটটা
- ৩ এপ্রিল: কেকেআর বনাম দিল্লি, স্থান: ইডেন গার্ডেন, সময়: রাত্রি আটটা
- ৬ এপ্রিল: কেকেআর বনাম চেন্নাই, স্থান: ইডেন গার্ডেন, সময়: রাত্রি আটটা
- ৯ এপ্রিল: কেকেআর বনাম রাজস্থান, স্থান: জয়পুর/গুয়াহাটি, সময়: রাত্রি আটটা
- ১২ এপ্রিল: কেকেআর বনাম মুম্বাই, স্থান: ইডেন গার্ডেন, সময়: রাত্রি আটটা
- ১৬ এপ্রিল: কেকেআর বনাম হায়দ্রাবাদ, স্থান: হায়দ্রাবাদ, সময়: রাত্রি আটটা
- ১৯ এপ্রিল: কেকেআর বনাম দিল্লি, স্থান: দিল্লি, সময়: বিকেল চারটা
- ২৩ এপ্রিল: কেকেআর বনাম পাঞ্জাব, স্থান: ইডেন গার্ডেন, সময়: রাত্রি আটটা
- ২৬ এপ্রিল: কেকেআর বনাম পাঞ্জাব, স্থান: মোহালি, সময়: বিকেল চারটা
- ২৮ এপ্রিল: কেকেআর বনাম মুম্বাই, স্থান: মুম্বাই, সময়: রাত্রি আটটা
- ২ মে: কেকেআর বনাম রাজস্থান, স্থান: ইডেন গার্ডেন, সময়: রাত্রি আটটা
- ৭ মে: কেকেআর বনাম চেন্নাই, স্থান: চেন্নাই, সময়: রাত্রি আটটা
- ১০ মে: কেকেআর বনাম ব্যাঙ্গালোর, স্থান: ইডেন গার্ডেন, সময়: রাত্রি আটটা
- ১৫ মে: কেকেআর বনাম হায়দ্রাবাদ, স্থান: কলকাতা, সময়: রাত্রি আটটা