ক্রিকেটখেলা

শনিবার ধোনি-রোহিতের লড়াই দিয়ে শুরু IPL 2020

Advertisement

খুব শীঘ্রই শুরু হতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। আগামী ২৯ শে মার্চ ওয়াংখেড়ের স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্স বনাম চেন্নাই সুপার কিংসের ম্যাচ দিয়ে শুরু হবে এই মরশুমের আইপিএল। ভারত বনাম দক্ষিণ আফ্রিকার হোম সিরিজের শেষ ম্যাচ খেলা হবে ১৮ই মার্চ ইডেনে। তারমানে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হোম সিরিজ খেলার পর ১১ দিনের মধ্যেই আইপিএল খেলতে হবে কোহলিদের। তাই প্রথম ম্যাচটি এই স্টেডিয়ামে খেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ওয়াংখেড়ের এই স্টেডিয়ামেই শেষ বলে ধোনির ছয়ে বিশ্বকাপ জিতেছিল ভারত। এছাড়া ২০১৯ সালের আইপিএলের ফাইনালও এখানে হয়েছিল। এইবার আইপিএলে কিছু নিয়মের পরিবর্তন করা হয়েছে। আগে ছুটির দিনগুলিতে গ্রুপ লিগের দুটি করে ম্যাচ খেলা হত, কিন্তু এই বার নতুন নিয়মে শনিবারে দুটোর পরিবর্তে একটিই ম্যাচই হবে। কিন্তু রবিবার দুটি করেই ম্যাচ হবে। তবে এবার গতবারের ৪৪ দিনের বদলে খেলা চলবে টানা ৫০ দিন পর্যন্ত।

আরও পড়ুন : ঘোষিত হল IPL-এর সূচি, প্রথম ম্যাচে কঠিন লড়াইয়ের সামনে KKR

আপাতত গ্রুপ লিগের ম্যাচগুলো শুরু হচ্ছে। গ্রুপ লিগের শেষ খেলাটি হবে ১৭ই মে বেঙ্গালুরুতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম মুম্বই ইন্ডিয়ানস এর। যদিও নকআউট কবে থেকে শুরু হবে, তার সূচি এখনও প্রকাশ করা হয়নি তবে ফাইনালটি ২৪ শে মে হবে বলে জানা গেছে।

Related Articles

Back to top button