Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

প্রথম ইনিংসে ভারতের ব্যাটিং বিপর্যয়, ভারত কি পারবে ওয়েলিংটন টেস্টে ঘুরে দাঁড়াতে

ওয়েলিংটনের বেসিন রিজার্ভে প্রথম টেস্টের দ্বিতীয় দিনের খেলার শেষে ভারতের থেকে ৫১ রানে এগিয়ে নিউজিল্যান্ড। হাতে রয়েছে কোন পাঁচটি উইকেট। তৃতীয় দিনে ভারতের প্রাথমিক লক্ষ্য হলো দ্রুত ঐ পাঁচ উইকেটের…

Avatar

ওয়েলিংটনের বেসিন রিজার্ভে প্রথম টেস্টের দ্বিতীয় দিনের খেলার শেষে ভারতের থেকে ৫১ রানে এগিয়ে নিউজিল্যান্ড। হাতে রয়েছে কোন পাঁচটি উইকেট। তৃতীয় দিনে ভারতের প্রাথমিক লক্ষ্য হলো দ্রুত ঐ পাঁচ উইকেটের পতন ঘটানো। ভারতের প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ের পর বোলিং আশানুরূপ ভালো হয়েছে। দুরন্ত কামব্যাক করেছেন ইশান্ত শর্মা। নিউজিল্যান্ড এর পতন হওয়া পাঁচটি উইকেট এর তিনটি রয়েছে তার দখলে।

প্রথম দিনের ৫ উইকেটে ১২২ রান নিয়ে এদিন খেলতে নামে ভারত। শুরুতেই অজিঙ্কা রাহানের সাথে ভুল বোঝাবুঝিতে নিজের উইকেট হারান ঋষভ পন্ত। এরপরই ১৬৫ রানে অলআউট হয়ে যায় ভারত। এরপর নিউজিল্যান্ড শুরুতেই টম লাথাম এর উইকেট হারায়। এরপর শততম ম্যাচ খেলতে নামা রস টেলর ও অধিনায়ক কেন উইলিয়ামসন ম্যাচের হাল ধরেন। ৪৪ রান করে প্যাভিলিয়নে ফেরেন রস টেলর। ততক্ষনই ভারতের স্কোরকে অতিক্রম করে ফেলেছেন তারা।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : এশিয়া একাদশে খেলবে ভারতীয় এই চার ক্রিকেটার, জানাল সৌরভ গাঙ্গুলি

অল্পের জন্য শতরান হাতছাড়া করেন কেন উইলিয়ামসন। তার ব্যাটিং দেখে বোঝাই যাচ্ছিল না যে এই পিচে ব্যাট করা সহজ নয় বলে। ৮৯ রানের মাথায় পরিবর্ত ও বিশ্বের অন্যতম সেরা ফিল্ডার রবীন্দ্র জাদেজার দুরন্ত ক্যাচ সাজঘরের রাস্তা দেখায় উইলিয়ামসনকে। দিনের শেষে নিউজিল্যান্ড স্কোর ৫ উইকেটের বিনিময়ে ২১৬ ভারতের থেকে ৫১ রানে এগিয়ে তারা। ক্রিজে রয়েছেন বি জে ওয়াটলিং এবং কলিন ডি গ্র্যান্ডহোম। এই ম্যাচে ভারতকে ফিরে আসতে হলে দ্রুত নিউজিল্যান্ডের ওই পাঁচটি উইকেটের পতন ঘটাতে হবে এবং ব্যাটসম্যানদের বাড়তি দায়িত্ব নিতে হবে।

About Author