ইডেন গার্ডেনে চলছে রঞ্জি ট্রফির দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ। কে এল রাহুল, মনীশ পান্ডে, করুন নায়ারের মতো তারকা সমৃদ্ধ কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হয়েছে বাংলা দল। টসে জিতে বাংলা দলকে প্রথমে ব্যাট করে পাঠায় কর্ণাটকের অধিনায়ক করুন নায়ার। অনুষ্টুপ মজুমদারের অপরাজিত ১৪৯ রানের উপর ভিত্তি করে বাংলা ৩১২ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত উইকেট হারাতে থাকে কর্ণাটক এবং শেষ পর্যন্ত ১২২ রানে অল আউট হয়ে যায় তারা।
কৃষ্ণপ্পা গৌথাম সর্বোচ্চ ৩১ রান করেছেন। রাহুল করেছেন ২৬ রান। ঈশান পোড়েল পাঁচটি উইকেট দখল করেছেন এবং বাকি দুই বাংলা পেসার মুকেশ কুমার তিনটি ও আকাশদীপ দুটি উইকেট নিয়েছেন। ঈশান পোড়েল এখন পর্যন্ত তার ক্যারিয়ারে পাঁচটি প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছেন এবং তার মধ্যে তিনটিতে পাঁচ উইকেট দখল করার নজির করে ফেললেন তিনি। ম্যাচে সাফল্যের কথা বলতে গিয়ে বাংলার অভিজ্ঞ পেশার অশোক দিন্দার প্রসঙ্গ তুলে আনেন পোড়েল।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআরও পড়ুন : দশকের সেরা, পাখির মতো উড়ে এক হাতে ক্যাচ ধরলেন স্যার জাদেজা, দেখুন ভিডিও
তিনি জানান দিন্দাদার সঙ্গে কথা বলেই এতটা সফল হয়েছেন তিনি। ম্যাচের আগে দিন্দা পরামর্শ দিয়েছেন যে বেশি কিছু না করতে। সঠিক লেন্থে এক জায়গায় বল করে যেতে পরামর্শ দিয়েছিলেন দিন্দা। সেইমতো বল করেই সফল হয়েছেন ঈশান। দিন্দা যদিও প্রথমে বাংলা রঞ্জি দলের সদস্য ছিলেন এবং বেশ কয়েকটি ম্যাচও খেলেছেন তিনি। বর্তমানে শৃঙ্খলাভঙ্গের দায়ে দলের বাইরে তিনি। এদিকে আজ ইডেনে খেলা দেখতে আসেন সৌরভ বন্দ্যোপাধ্যায়। তার সামনে পাঁচ উইকেট নিতে পেরে অত্যন্ত আনন্দিত বাংলার এই তরুণ পেসার।