Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

জমজমাট অ্যাকশনে ভরপুর অক্ষয়ের ‘সূর্যবংশী’, দেখে নিন ছবির দুর্দান্ত ট্রেলার

কৌশিক পোল্ল্যে: বহুদিন পর একেবারে হাইস্কেলে একটি মাল্টিস্টারার ছবি তৈরি করলেন রোহিত শেট্টি তাও আবার সত্য ঘটনার ওপর ভিত্তি করে। ছবির নাম সূর্যবংশী। একজন সৎ পুলিশ অফিসার সূর্য কীভাবে অ্যান্টি…

Avatar

কৌশিক পোল্ল্যে: বহুদিন পর একেবারে হাইস্কেলে একটি মাল্টিস্টারার ছবি তৈরি করলেন রোহিত শেট্টি তাও আবার সত্য ঘটনার ওপর ভিত্তি করে। ছবির নাম সূর্যবংশী। একজন সৎ পুলিশ অফিসার সূর্য কীভাবে অ্যান্টি টেরোরিজম স্কোয়াডকে নেতৃত্ব দিয়ে আন্ডারওয়ার্ল্ড ভিলেনদের শায়েস্তা করে, তা নিয়েই ছবির গল্প। লস্কর-ই-তৈবা মুম্বাইয়ের উপর আক্রমন করার সম্ভাবনা বাড়ছে ক্রমশই, এরকম গরমাগরম রিয়্যালিস্টিক টপিককে ভিত্তি করে তৈরি গল্প এবং ছবির শক্তিশালী ডায়লগস সত্যিই মন ছুঁয়ে যায়।

অফিসার সূর্যর ভূমিকায় অভিনয় করেছেন অক্ষয় কুমার। অ্যাপিয়ারেন্সেই কাঁপিয়ে দিয়েছেন ট্রেলারের প্রথমভাগ। বহুবছর পর অভিনেত্রী ক্যাটরিনা কাইফের সঙ্গে জুটি বাঁধলেন অক্ষয়। স্বল্প সময়েই উভয়ের অনস্ক্রিন কেমিস্ট্রি ছিল চোখে পড়ার মতো। মূলত অ্যাকশন ফিল্ম হলেও রোহিত শেট্টির সিনেমাতে কমেডি স্যিকুয়েন্স ও প্লট বজায় রাখতে একটি হাসিখুশি পুলিশ অফিসারের ভূমিকায় রয়েছেন রনবীর সিং। ছবিতে বাড়তি মাত্রা যোগ করেছেন সিংঘম অজয় দেবগন, ফলে অক্ষয়-অজয় জুটির মিশেলে কতটা মশলাদার হয়ে উঠবে সিনেমার অ্যাকশন ফ্র্যাঞ্চাইচি তা বোধহয় আলাদা করে জানান দেওয়ার প্রশ্নই ওঠে না।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : স্যুইমিংপুলে স্নানের ছবি শেয়ার করে ভাইরাল ঝুমা বৌদি, দেখুন সেই ছবি

অ্যাকশনেও রয়েছে বিশেষ চমক। সুপারন্যাচরাল কিছু হাইলাইট না করে রিয়েলেস্টিক মারপিঠকেই প্রাধান্য দেওয়া হয়েছে। ছবিতে তিন তিনটে তাবড় হিরো সেই জায়গায় শক্তিশালী কোনো ভিলেন না থাকলে কী মানায়! এখানেও বাজি মেরেছে ছবিটি, যোগ্য ভিলেন জ্যাকিশ শ্রফ বেশ সাবলীল ও উপযুক্ত। সর্বোপরি বলা যায় ট্রেলারে মূল ছবির অনেক কিছুই দেখানোর চেষ্টা করা হয়েছে ফলে দৈর্ঘ্যে একটু বড় হয়ে গিয়েছে 4 মিনিট 15 সেকেন্ডের এই ট্রেলারটি। রিল্যায়েন্স এন্টারটেইনমেন্ট ও ধর্মা প্রোডাকশন প্রযোজিত ও রোহিত শেট্টি পরিচালিত ‘সূর্যবংশী’ প্রেক্ষাগৃহে আসছে 24 মার্চ 2020 তে।

About Author