একদিনের সিরিজের পর টেস্ট সিরিজেও নিউজিল্যান্ডের কাছে ধরাশায়ী হয়েছে ভারত। প্রথম টেস্টে ১০ উইকেটে পরাজিত হওয়ার পর দ্বিতীয় ম্যাচেও ৭ উইকেটে কিউয়িদের কাছে বশ্যতা স্বীকার করেছে কোহলি ব্রিগেড। সিরিজ হারের পর বিরাট কোহলিকে হারের কারণ জানতে চাইলে তিনি বলেন “কোনো অজুহাত দিতে চাই না।
আমাদের ব্যাটসম্যানদের প্রর্দশন একেবারেই ভালো হয়নি। বোলাররা আশানুরূপ ভালো প্রর্দশন করেছে।” পুরো টেস্ট সিরিজ জুড়ে ব্যাটসম্যানদের ব্যর্থতা প্রকট হয়েছে। চার ইনিংসে মাত্র একবার দুশো রানের গন্ডি পার হতে সক্ষম হয়েছে ভারতীয় দল। দ্বিতীয় টেস্টে বোলারদের দাপটে নিউজিল্যান্ডের থেকে লিড নিতে সক্ষম হয় ভারত কিন্তু দ্বিতীয় ইনিংসে ভারতের শক্তিশালী ব্যাটিং লাইন আপ মাত্র ১২৪ রানে শেষ হয়ে যায়।
আরও পড়ুন : টেস্টে হারের পর সাংবাদিক সম্মেলনে মেজাজ হারালেন কোহলি, রেগে গিয়ে বললেন এই কথা
বোলাররা বিপক্ষ দলকে চাপে রাখতে সক্ষম হলেও চাপে রাখার জন্য যথাযথ স্কোর বোর্ডে দিতে পারেনি ব্যাটসম্যানরা। তাই বিরাট কোহলি জানিয়েছেন হারের ময়নাতদন্তের প্রয়োজন।