সদ্য সমাপ্ত নিউজিল্যান্ড সিরিজে চুড়ান্ত ব্যর্থ হয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। পুরো সিরিজে মাত্র একবারই পঞ্চাশ রানের গন্ডি পেরোতে পেরেছেন। পুরো সিরিজে ১২ ইনিংসে রান করেছেন মাত্র ২১৮। দুই টেস্টে তার রান মাত্র ৩৮। তাঁর ব্যাট চুপ থাকার ফলে টি-টোয়েন্টি সিরিজ জিতলেও ওয়ানডে এবং টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে ভারত। দ্বিতীয় টেস্টের পর সাংবাদিকের প্রশ্নে মেজাজ হারাতেও দেখা গেছে তাকে।
কিন্তু অধিনায়ক বিরাট কোহলির এই অফ ফর্ম নিয়ে মোটেই চিন্তিত নন ভারতের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র সেহবাগ। তাঁর মতে সব খেলোয়াড়ের জীবনেই খারাপ সময় আসে, বিরাটের জীবনে এটা তেমনই একটা খারাপ সময়। খুব শীঘ্রই এটা কেটে যাবে বলে বিশ্বাস তার। সেহবাগ বলেছেন, ‘আমার বিশ্বাস বিরাট নিজেই এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসবে। খারাপ সময় সকল খেলোয়াড়ের জীবনেই আসে। এ নিয়ে চিন্তা করার কিছু নেই।’
আরও পড়ুন : ‘আগে দেশ,’ রঞ্জির ফাইনালে জাদেজাকে খেলতে মানা করলো সৌরভ
শেষ ২০ ইনিংসে কোহলির কোনো আন্তর্জাতিক সেঞ্চুরি নেই। এই সময়ে তার সর্বোচ্চ রান ৮৯, অস্ট্রেলিয়ার বিপক্ষে। এই নিয়ে সেহবাগ বলেছেন, ‘প্রতিটা খেলোয়াড় এইরকম একটা কঠিন সময়ের মধ্য দিয়ে যায়। সচিন, লারা, স্মিথ সকলেই এই সময়ের মধ্য দিয়ে গিয়েছে।
কিন্তু এই সময়টা কেটে যাবে, এই সময়ে নিজের স্বাভাবিক খেলা ভুললে চলবে না। আমি নিশ্চিত বিরাট নিজেই এই খারাপ সময় থেকে বেরোনোর পথ খুঁজে নেবে।’ ভারতের পরের সিরিজ ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। সেই সিরিজে ক্যাপ্টেন কোহলি রানে ফেরে কিনা সেটাই দেখার।