ক্রিকেটখেলা

ভারত-দক্ষিণ আফ্রিকার ম্যাচে ইডেনে থাকবে না কোন দর্শক

Advertisement

ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে প্রথম ওয়ানডে ম্যাচটি গতকাল বৃষ্টির জন্য বাতিল হয়েছে। এবার দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে ম্যাচ দুটি দর্শক শূন্য স্টেডিয়ামে খেলা হতে পারে বলে জানানো হয়েছে। এর মধ্যে দ্বিতীয় ম্যাচটি উত্তরপ্রদেশের লখনৌতে হবে, যেখানে ইতিমধ্যেই জানানো হয়েছে এই ম্যাচটি দর্শক শুন্য হবে। উত্তরপ্রদেশ ক্রিকেট সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে একথা। ইডেনে তৃতীয় ম্যাচটি দর্শকশূন্য হবে কিনা তা এখনো নিশ্চিত না হলেও, সিএবির তরফে এই মুহুর্তে টিকিট বিক্রি বন্ধ রাখা হয়েছে।

গতকাল কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের তরফে জানানো হয়েছিল, কোনো ক্রীড়া প্রতিযোগিতা বা ম্যাচ আয়োজন করলেও তা দর্শক শূন্য ভাবে করতে হবে। বিসিসিআই এর এক আধিকারিক বলছেন, ‘সরকার যা নিয়ম করবে আমরা তা মেনে চলবো। সরকার যদি না চায় তাহলে দর্শক শূন্য স্টেডিয়ামেই খেলা হবে।’ বৃহস্পতিবার ইউপিসিএ সচিব যুধবীর সিং লখনউতে সাংবাদিক সম্মেলনে বলেছেন, ‘সরকারী নির্দেশের পর আমরা বিসিসিআই কর্মকর্তাদের সাথে আলোচনা করেছি এবং সিদ্ধান্ত নিয়েছি যে, ১৫ ই মার্চ ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে দ্বিতীয় ওয়ানডে চলাকালীন দর্শকদের স্টেডিয়ামে প্রবেশ করতে দেওয়া হবেনা।’

আরও পড়ুন : ভারতে করোনা আতঙ্ক, এই তিন দেশ হতে পারে আইপিএল ২০২০

যদিও ইডেনে তৃতীয় ওয়ানডে নিয়ে সিএবি এখনো সরকারি ভাবে কিছু জানায়নি। তবে সিএবির তরফে এই মুহূর্তে টিকিট বন্ধ রাখা হয়েছে। সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া বলেছেন তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা করে পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন এবং তারপর সিদ্ধান্ত জানাবেন। তবে দর্শক শূন্য ইডেনেই তৃতীয় ওয়ানডে হওয়ার চান্সই সবচেয়ে বেশি।

Related Articles

Back to top button